আ.লীগ-বিএনপির সঙ্গে বৈঠকে বসতে এফবিসিসিআইকে আহ্বান ব্যবসায়ী নেতাদের
দেশের ব্যবসায়ী নেতারা মঙ্গলবার (১৪ নভেম্বর) এফবিসিসিআইকে আওয়ামী লীগ এবং বিএনপির সঙ্গে বৈঠক করার আহ্বান জানিয়েছেন। এছাড়া অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন কর্মসূচি নির্ধারণ না করতে প্রধান দুই রাজনৈতিক দলকেও আহ্বান জানান তারা।
অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এফবিসিসিআই-এর এক বৈঠকে বক্তৃতাকালে দেশের শীর্ষ ব্যবসায়িক সংগঠন ফেডারেশন অভ বাংলাদেশ চেম্বারস অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম বলেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সৃষ্ট ব্যাঘাতের ফলে উৎপাদন, বাজারদর, রপ্তানি ও সেবা খাতের ওপর প্রভাব পড়ছে।
রাজনৈতিক দলগুলোকে জাতীয় অর্থনীতির স্বার্থে সব ধরনের সহিংস কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সরবরাহ চেইন ভীষণভাবে বিঘ্নিত হওয়ার কারণে বিরাজমান অস্থিরতা জাতীয় অর্থনীতিকে সংকটের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য বিরোধী দলগুলোর আন্দোলনে গত ১৬ দিনের হরতাল, অবরোধ এবং অগ্নিসংযোগ ইত্যাদি রাজনৈতিক অস্থিরতার পটভূমিতে এফবিসিসিআই সারা দেশে সাদা পতাকা নিয়ে শান্তি সমাবেশ করার প্রস্তাব নিয়েও আলোচনা করেছে।
এফবিসিসিআইয়ের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদদের সঙ্গে মতবিনিময় সভায় ডলার সংকট, মূল্যস্ফীতি, বিলাস দ্রব্য আমদানি নিয়ন্ত্রণ, ব্যাংক ঋণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, এলসি ইত্যাদি বিষয়েও আলোচনা হয় বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এফবিসিসিআই সভায় উত্থাপিত প্রস্তাবগুলো পর্যালোচনা করে আগামী সপ্তাহে সংবাদ সম্মেলন করে ব্যবসায়ীদের অবস্থান তুলে ধরবে।
সভায় এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, বিগত কয়েক বছর যাবৎ দেশে অত্যন্ত স্থিতিশীল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ বিরাজ করছে যা ব্যবসা, বাণিজ্য ও অর্থনীতির জন্য অত্যন্ত জরুরী।
পাশাপাশি তিনি ডলার সংকট দূর এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংককে আরও কার্যকরী ভূমিকা পালন করার আহ্বান করেন। এছাড়া শিল্প কারখানায় উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও আহ্বান জানান তিনি।
এ ব্যবসায়ী নেতা আরও বলেন, তৈরি পোশাক খাতের শ্রমিক ও কর্মচারীদের চাহিদা অনুযায়ী মজুরী কমিশন গঠন এবং শ্রমিক-মালিক উভয় পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে মজুরী পুনঃনির্ধারণ করা হয়েছে, যা একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ।
তবে সম্প্রতি রাজনৈতিক দলগুলোর সহিংস কর্মকাণ্ডের কারণে দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ ঝুঁকির মুখে পড়েছে।
গত ২১ অক্টোবর থেকে শুরু হওয়া ন্যূনতম মজুরির দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের সাম্প্রতিক বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, 'একই সঙ্গে, তৈরি পোশাক খাতে উদ্দেশ্যমূলকভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে।'
২৮ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির নয়াপল্টনে সমাবেশ করে। সমাবেশ মাঝপথে স্থগিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল পরদিন হরতাল ঘোষণা করেন।
পরদিন ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আমীর খসরু ও মোয়াজ্জেম হোসেনসহ বিএনপির অন্যান্য নেতাদের গ্রেপ্তার করা হয়।
তারপর বিএনপি হরতাল এবং অবরোধ ঘোষণা করে। একই দাবিতে আন্দোলন করা জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলগুলোও এসব হরতাল-অবরোধে যোগ দেয়।
এর পরের ১৬ দিনে দেশে গড়ে নয়টির বেশি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এসব সহিংসতায় একাধিক ব্যক্তি নিহত হন। এ তালিকায় একজন পুলিশ সদস্যও রয়েছেন।
আগামীকাল বা পরশু আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে। এর ফলে দেশে আবারও নতুন করে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।