৩৮ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল কেনার অনুমোদন মন্ত্রিসভা কমিটির
অনুমোদিত ৩৮ লাখ টন জ্বালানি তেলের মধ্যে- গাস অয়েল ২৩.৪০ লাখ টন, জেট এ-১ ৩.৭৫ লাখ টন, মোগ্যাস ২.৭৫ লাখ টন, ফার্নেস অয়েল ৭.৫০ লাখ টন এবং মেরিন ফুয়েল ৬০ হাজার টন সরাসরি কিনবে সরকার।
আগামী বছর ৩৮ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (১৫ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জ্বালানি বিভাগের তেল আমদানির এই প্রস্তাব অনুমোদন পেয়েছে।
অনুমোদিত ৩৮ লাখ টন জ্বালানি তেলের মধ্যে- গাস অয়েল ২৩.৪০ লাখ টন, জেট এ-১ ৩.৭৫ লাখ টন, মোগ্যাস ২.৭৫ লাখ টন, ফার্নেস অয়েল ৭.৫০ লাখ টন এবং মেরিন ফুয়েল ৬০ হাজার টন সরাসরি কিনবে সরকার।