প্রতি ভরিতে ১,৭৫০ টাকা কমলো স্বর্ণের দাম
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা করা হয়েছে।
গতকাল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ২২ ক্যারেটের স্বর্ণের দাম বাড়িয়ে ১ লাখ ১২ হাজার ৪৪০ টাকা করার ২৪ ঘণ্টার মধ্যে আবার দাম কমানো হলো।
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, গতকাল স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বাড়লেও আজ তা কমেছে। শুক্রবার থেকেই নতুন দাম কার্যকর হবে।
নতুন নির্ধারিত মূল্যে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা, এবং ১৮ ক্যারেটে ৯০ হাজার ৫৭১ টাকা।
এছাড়া, সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরিতে ৭৫ হাজার ৪৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।