জুলাই–ডিসেম্বরে এডিপি বাস্তবায়ন রেকর্ড সর্বনিম্ন
আর্থিক সংকট ও নির্বাচনের সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার কমে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রেকর্ড সর্বনিম্ন ২২ দশমিক ৪৮ শতাংশ হয়েছে।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য অনুযায়ী, সরকার ২০২৩–২৪ অর্থবছরের জুলাই–ডিসেম্বর মেয়াদে এডিপি বাজেট থেকে ৬১ হাজার ৭৪০ কোটি টাকা ব্যয় করতে পেরেছে।
আইএমইডি'র ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১০–১১ অর্থবছরের পর থেকে এটিই এডিপি বাস্তবায়নের সর্বনিম্ন হার। এর আগে গত অর্থবছরের এডিপি বাস্তবায়ন হার ছিল ২৩ দশমিক ৫৩ শতাংশ।
আইএমইডি'র সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, নির্বাচনের কারণে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে অর্থ ব্যয়ে এক ধরনের সাবধনতা ছিল।
'তবে নির্বাচন শেষ হয়ে যাওয়ায় অর্থবছরের বাকি সময়ে বাস্তবায়নের হার চাঙা হবে,' বলেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাস্তবায়নের গতি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন।
ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট-এর নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে. মুজেরি বলেন, চলতি অর্থবছর ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে।
'এ সময়ে সরকার আর্থিক সংকটে ছিল। রাজস্ব আদায় পর্যাপ্ত ছিল না। এ কারণে সরকারকে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ করতে হয়েছে। এছাড়া অর্থনীতি উচ্চ মূল্যস্ফীতির মধ্যে দিয়ে যাচ্ছে। যা সবমিলিয়ে পরিস্থিতিকে কঠিন করে তুলেছে,' তিনি ব্যাখ্যা করেন।
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের কারণে মাঠ পর্যায়ে কাজে গতি ছিল না। ফলে বিল পাওয়ার অনিশ্চয়তাও ছিল ঠিকাদারদের মধ্যে। এটিও এডিপি বাস্তবায়ন হ্রাসের কারণ।
যেসব প্রকল্পে সব ধরনের প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে এবং যেসব প্রকল্প বর্তমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সেগুলোয় অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করেন মুজেরি। পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা বাড়াতে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণের আওতায় আনারও পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ।