নগদ ডলারের সংকটে কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেন বেড়েছে
২০২৩ সালের ডিসেম্বরে কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেন সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। ব্যাঙ্কাররা বলছেন, নগদ ডলার সংকটে ভ্রমণকারীরা এখন কার্ডভিত্তিক ডলার বেছে নেওয়ার কারণে কার্ডে লেনদেন বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেন হয়েছে ৯২৯ কোটি টাকা—যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৫.২৯ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এখন আমাদের দেশে ডলারের সংকট চলছে। তাই কেউ ক্যাশ ডলার নিয়ে ভ্রমণে যেতে পারছে না। বাধ্য হয়ে কার্ডে ডলার নিয়ে বিদেশ ভ্রমণে যাচ্ছে।'
তিনি বলেন, 'এতে আমাদের নস্ট্রো অ্যাকাউন্ট থেকে ডলার চলে যাচ্ছে। এর ফলে ডলার লিকুইডিটি আরও কমে যাচ্ছে। বিদেশ থেকে ডলার আসার চেয়ে যাওয়ার হার বেশি হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।'
কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা আরও বলেন, 'ডিসেম্বর মাস হলো ভ্রমণের মৌসুম। এই মাসে মানুষ অন্যান্য মাসের তুলনায় বেশি ভ্রমণ করে। তাই ডিসেম্বরে কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেন বাড়ে।'
একটি বেসরকারি ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান টিবিএসকে বলেন, 'এই মুহূর্তে কার্ডের মাধ্যমে ডলার লেনদেন বৃদ্ধি পাওয়াটা খুশির সংবাদ নয়। কারণ আমাদের ডলার ইনফ্লোর চেয়ে আউটফ্লো বেশি।'
এছাড়া ভ্রমণকারীরা কার্ডে ডলার নিয়ে গেলে মুদ্রাটি সহজে ও কম দামে পান জানিয়ে তিনি বলেন, 'ভ্রমণকারীরা কার্ডে ডলার এনডোর্স করে ভ্রমণ বা চিকিৎসা করাতে যাচ্ছে। এতে আমাদের ডলারের সঞ্চয় কমছে।'
তিনি আরও বলেন, 'একদিকে আমরা এলসি খোলার জন্য প্রয়োজনীয় ডলার পাচ্ছি না। অন্যদিকে ভ্রমণকারীদের চাপ মোটেও সুখকর না। যদি প্রপার চ্যানেলে বিদেশ থেকে ডলার আসত, তাহলে সংকট সামাল দেওয়া যেত। কিন্তু বিদেশ থেকে আমাদের দেশে ডলার নিয়ে আসা ও খরচ করার উদাহারণ খুবই নগণ্য। এছাড়া আমাদের দেশের ডলার ইনকামিং প্যসেঞ্জার ও বিজনেস ভিজিট একেবারেই কমে গেছে।'
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, বাজারভিত্তিক মুদ্রা ব্যবস্থাপনা চালু না হলে ডলার সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়।
তবে তিনি বলেন, কার্ডভিত্তিক লেনদেন বৃদ্ধি একটি দেশের আধুনিকায়নের লক্ষণ। 'আমরা দিন দিন প্রযক্তি-সচেতন ও আধুনিক হচ্ছি। এতে করে সময় সাশ্রয়ের পাশাপাশি টাকা বহনের ঝুঁকি কমছে।
কার্ডের মাধ্যমে স্থানীয় মুদ্রার লেনদেনও বেড়েছে
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বৈদেশিক মুদ্রার পাশাপাশি দেশি মুদ্রাতেও কার্ডভিত্তিক লেনদেন বেড়েছে। এটিএম, পিওএস, সিআরএম এবং কার্ডের মাধ্যমে ই-কমার্স লেনদেন ডিসেম্বর মাসে ১৬.৪৫ বেড়েছে।
সব মিলিয়ে ডিসেম্বরে দেশি ও বৈদেশিক মুদ্রার লেনদেন হয়েছে ৪৫ হাজার ৩৫২ কোটি টাকা, যা আগের মাসের তুলনায় ৬.৩৬ শতাংশ বেশি।