এবার ভরিতে ৪২০ টাকা কমলো স্বর্ণের দাম
দেশের বাজারে সব থেকে ভালো মানের স্বর্ণের দাম কমানো হয়েছে ভরিতে ৪২০ টাকা। ফলে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১১ হাজার ৪১ টাকা।
এনিয়ে চলতি মাসে টানা সাত বার স্বর্ণের দাম কমেছে।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় স্বর্ণের নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে, ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম ছিল ১ লাখ ১১ হাজার ৪৬১ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তি জানায়, আজ বিকাল ৪টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬ হাজার ২ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিতে ৯০,৮৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিতে ৭৫,৫৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।