আকস্মিক নীতি বদলানো বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে: এফআইসিসিআই’র সতর্কতা
বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) নেতারা বলেছেন, বিদেশি বিনিয়োগকারীরা কিছু সুবিধার প্রতিশ্রুতির ভিত্তিতে বাংলাদেশে বিনিয়োগ করেছেন। তবে হঠাৎ করে সরকারের ট্যাক্সসহ বিভিন্ন পলিসি (নীতি) পরিবর্তন তাদের বিনিয়োগে নিরুৎসাহিত করবে।
সোমবার (১০ জুন) রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ কথা জানান।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সাবেক সভাপতি রূপালী চৌধুরী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাইভেট ইকোনমিক জোনের বিনিয়োগকারীদের বেশকিছু সুবিধা হঠাৎ করে বাতিল করায় উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, ''হঠাৎ করে পলিসি চেঞ্জ হলে রং সিগন্যাল যায়, তাহলে কীভাবে এফডিআই (প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ) আসবে?"
রূপালী চৌধুরী প্রতিবেশি দেশগুলোতে এফডিআই'র ক্ষেত্রে দেওয়া বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন। তিনি বলেন, ''বিনিয়োগের জন্য বাংলাদেশই একমাত্র গন্তব্য নয়। তারা (বিনিয়োগকারী ও বিদেশি কোম্পানি) অন্যান্য দেশের সুবিধাগুলোর কথাও বিবেচনা করছেন।''
তিনি আরও বলেন, ''এখানে ন্যূনতম কিছু সুবিধা ছিল, তা-ও এবার তুলে নেওয়া হলো।"
সংগঠনটির উপদেষ্টা ও ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম বলেন, "প্রমিজের (বিনিয়োগকারীদের বেনিফিট) ভিত্তিতে বিনিয়োগ করেছি। হঠাৎ করে পলিসি চেঞ্জ হয়ে গেলে এই বিনিয়োগকারীদের আরেকবার আনা কঠিন হবে।"
এফআইসিসিআই'র সভাপতি জাবেদ আকতার বলেন, "প্রাইভেট উদ্যোগে গঠিত হওয়া ইকোনমিক জোনের ইনভেস্টরদের বেশকিছু সুবিধার কমিটমেন্ট ছিল, হঠাৎ করেই উইথড্র (প্রত্যাহার) করা হয়েছে। এতে দেশের বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে বিনিয়োগকারীদের মনে প্রশ্ন উঠবে। নতুন করে তারা হয়ত আর বিনিয়োগ করবেন না এবং পাইপলাইনে যেসব বিনিয়োগ আছে, তারাও রিথিঙ্ক করবেন।"
সংবাদ সম্মেলনে সংগঠনটির সিনিয়র নেতারা ছাড়াও বিদেশি বিনিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বাজেটে নেওয়া কিছু ইতিবাচক উদ্যোগের অবশ্য প্রশংসা করে সংগঠনটি।