এপ্রিলে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকগুলোর ঋণ বিতরণ কমেছে ১৮ শতাংশ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/06/24/image-530445-1647235542_0.jpg)
দেশের ব্যাংকগুলোর এজেন্ট ব্যাংকিং শাখার মাধ্যমে এপ্রিল মাসে ঋণ বিতরণ কমেছে ১৮.৩৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মার্চে এজেন্টগুলোর মাধ্যমে ঋণ বিতরণ করা হয়েছিল ৮৮৫ কোটি টাকা। এপ্রিলে ঋণ বিতরণ কমে দাঁড়িয়েছে ৭২২ কোটি টাকা। সে হিসাবে এপ্রিলে ঋণ বিতরণ কম হয়েছে ১৬২ কোটি টাকা।
ব্যাংকাররা বলছেন, গত বছরের জুন থেকে ব্যাংকিং খাতে প্রতিমাসেই ঋণের সুদহার বাড়ছে। যার কারণে গ্রাহকরাও ঋণ নেওয়ার ক্ষেত্রে অনেক কিছু বিবেচনা করছেন।
প্রতিবেদন অনুযায়ী, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে শহরের চেয়ে গ্রামে বিতরণ করা ঋণের পরিমাণ বেশি। একইসঙ্গে আমানতের পরিমাণও বেশি।
চলতি বছরের এপ্রিলে শহরের এজেন্টগুলো বিতরণ করেছে ২৪৪ কোটি টাকা। আর গ্রামের এজেন্টগুলো বিতরণ করেছে ৪৭৮ কোটি টাকা।
তথ্য বলছে, চলতি বছরের মার্চে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন হয়েছিল ৭২ হাজার ৯৫৬ কোটি টাকা। এপ্রিলে হয়েছে ৬৭ হাজার ৪৫৮ কোটি টাকা।
সে হিসাবে এপ্রিলে লেনদেন কমেছে ৫ হাজর ৪৯৮ কোটি টাকা। এসবের মধ্যে শহরের তুলনায় গ্রামে লেনদেন হয়েছে বেশি।
এপ্রিলে শহরের এজেন্টগুলোতে লেনদেন হয়েছে ১৫ হাজার ৯৫৫ কোটি টাকা। আর গ্রামে হয়েছে ৫১ হাজার ৫০২ কোটি টাকা।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে এজেন্ট ব্যাংকিংয়ে মোট আমানতের পরিমাণ ছিল ৩৬ হাজার ৯৬ কোটি ৩৮ লাখ টাকা। আগের মাসের তুলনায় এপ্রিলে এজেন্ট ব্যাংকিংয়ে আমানত বেড়েছে ৮৫০ কোটি ৯২ লাখ টাকা।