ইডিএফের ডলার ঋণের সুদ বাড়ছে, নির্ধারিত হবে সোফরের ভিত্তিতে
রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে মার্কিন ডলারে দেওয়া সুদের হার বাড়তে চলেছে। এখন থেকে সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট (সোফর) এর ওপর ভিত্তি করে এই সুদহার নির্ধারিত হবে। আন্তর্জাতিক এই পদ্ধতিতে ইডিএফের ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণের সুদহার নির্ধারণ করে দিত বাংলাদেশ ব্যাংক। তবে এখন থেকে এটি সোফরের ভিত্তিতে নির্ধারিত হবে বলে আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈশ্বিক আর্থিক বাজারের প্রবণতার সঙ্গে মিল রেখে ইডিএফের সুদের হার নির্ধারণের এই পদ্ধতি গ্রহণ করা হয়েছে। প্রতি কার্যদিবসে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ বা মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের নিউইয়র্ক শাখা স্থানীয় সময় সকাল আটটায় সোফর সুদহার প্রকাশ করে।
আজকে সোফর সুদহার ছিল ৫.৩৩ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো প্রতি বছর সোফর সুদহারের সাথে আরও দশমিক ৫ শতাংশ সুদে ইডিএফ থেকে ঋণ নিতে পারবে। আর গ্রাহকপর্যায়ে রপ্তানিকারকদের থেকে সোফর সুদহারের সাথে আরও ১.৫০ শতাংশ সুদ নিতে পারবে।
সে ক্ষেত্রে ইডিএফ থেকে এখন ঋণ নিলে আগের তুলনায় বেশি সুদ দিতে হবে। অর্থাৎ রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণের সুদের হার কার্যত আগের তুলনায় বেড়ে গেছে এবং সুদের হার বাজারভিত্তিক হয়েছে।