পুঁজিবাজারে টানা দরপতন: মতিঝিলে ডিএসইর সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ
পুঁজিবাজারের টানা দরপতনের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে মানববন্ধন করেছেন শেয়ারবাজারের বিনিয়োগকারীরা।
বাজার স্থিতিশীল করার দাবিতে আজ সোমবার (২৮ অক্টোবর) সকালে বাংলাদেশ পুঁজিবাদী ঐক্য পরিষদের ব্যানারে সকাল ১১টার দিকে তারা এই মানববন্ধন শুরু করেন।
বিনিয়োগকারী মেহেদী হাসান বলেন, 'পুঁজিবাজারে বিনিয়োগ করতে এসে ভিখারি হয়ে যাচ্ছি। বড় বিনিয়োগকারীরা এখন হাত গুটিয়ে বসে আছে। কমিশনসহ কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না।'
'পুঁজিবাজার সংস্কারের নামে বিনিয়োগকারীদের নিঃস্ব করা হয়েছে,' বলেন তিনি।
কমিশনের চেয়ারমানের উদ্দেশে মেহেদী বলেন, 'আপনাকে রেগুলেটরের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনার কারণে ছোট বিনিয়োগকারীরা লোকসানে।
'আপনি অর্থ মন্ত্রণালয়ের ড. নাদিককে পালিয়ে যেতে দিলেন। তাকে ডিএসইতে পরিচালক বানিয়েছেন। কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না?'
এই বিনিয়োগকারী বলেন, 'বাজারের নিম্নমুখী অবস্থার কারনে অনেক বিনিয়োগকারীর শেয়ার ফোর্সসেল করা হয়েছে। এই শেয়ার ফিরিয়ে দিতে হবে। ফোর্সসেল বন্ধ করতে হবে।'
উল্লেখ্য, শেয়ারবাজারে গতকাল রোববার বড় দরপতনের পর আজও এই ধারা অব্যাহত রয়েছে।
ডিএসইর বেঞ্চমার্ক সূচক ডিএসইএক্স গতকাল রোববার ১৪৯ পয়েন্ট কমে ৪,৯৬৫-এ বন্ধ হয়, যা প্রায় চার বছরের মধ্যে সর্বনিম্ন।
এই প্রতিবেদন লেখার সময় সকাল ১১টা ৪৫ মিনিটে ডিএসইএক্স সূচক ৪,৯৫৯ পয়েন্টে অবস্থান করছে, যা গতকালের তুলনায় ০.১২ শতাংশ কম।