ডানকানের দুই কোম্পানি অধিগ্রহণ করে বীমা ও আর্থিক খাতে প্রবেশ ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠাতাদের
ইউনাইটেড গ্রুপের উদ্যোক্তারা ইউনাইটেড ফাইন্যান্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সে থাকা ডানকান ব্রাদার্স এবং এর সহযোগীদের শেয়ার ১৭৪ কোটি টাকায় কিনে আর্থিক এবং বীমা ব্যবসায় যুক্ত হচ্ছে।
রোববার (১০ নভেম্বর) ইউনাইটেড গ্রুপের উদ্যোক্তারা ৮৯.৭৫ কোটি টাকায় ডানকান ব্রাদার্স ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ইউনাইটেড ফাইন্যান্সের ৬.৬৩ কোটি শেয়ার অধিগ্রহণ করেন এবং ১১ নভেম্বর ইউনাইটেড ইন্স্যুরেন্সের ২.৩৭ কোটি শেয়ার ৮৪.১০ কোটি টাকায় ক্রয় করেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যে দেখা যায়, ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠাতা হাসান মাহমুদ রাজা, আক্তার মাহমুদ রানা, এবং খন্দকার মঈনুল আহসান শামীম তাদের পরিবারের সদস্যদের সাথে ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ার ১৩.৭০ টাকা থেকে ১৪.৩০ টাকা মূল্যে এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার ৩৫.৫০ টাকা দরে কিনেছেন।
তারা ১৯৭৮ সালে ইউনাইটেড গ্রুপ প্রতিষ্ঠা করেন- যা বিদ্যুৎ, রিয়েল এস্টেট, খুচরা এবং পরিষেবা, স্বাস্থ্যসেবা, উৎপাদন, শিক্ষা এবং বন্দর, টার্মিনাল এবং শিপিং-সহ বিভিন্ন খাতে নিযুক্ত। এই উদ্যোক্তারা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ারের মালিক।
ইউনাইটেড গ্রুপের পরিচালক খন্দকার মঈনুল আহসান শামীম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা আর্থিক এবং বীমা খাতের ব্যবসায় যোগ দিতে পেরে গর্বিত।"
ইউনাইটেড ফাইন্যান্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারহোল্ডিং রিপোর্ট অনুযায়ী, ডানকান ব্রাদার্স - ব্রিটেনভিত্তিক ক্যামেলিয়া গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান - এবং লরি গ্রুপসহ তার সহযোগীদের কাছে ইউনাইটেড ফাইন্যান্সের ৩৪.৯১ শতাংশ শেয়ার ছিল এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সে ৫৩.২৩ শতাংশ শেয়ার ছিল।
অক্টোবরের শেষের দিকে, ব্রিটেনভিত্তিক সংগঠন ডানকান ব্রাদার্স এবং এর সহযোগীরা উভয় কোম্পানিতে তাদের অংশীদারিত্ব বিক্রি করে ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ফাইন্যান্সে তাদের বিনিয়োগ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
এই সিদ্ধান্তের পর, ইউনাইটেড গ্রুপের উদ্যোক্তাদের সাথে ৩০ অক্টোবর শেয়ার ক্রয়ের চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় আহসান শামীম, আক্তার মাহমুদ, নিজামউদ্দিন হাসান রশীদ, শরফুদ্দিন আক্তার রশীদ এবং খোন্দকার জাহিন আহসান ইউনাইটেড ইন্স্যুরেন্সে পরিচালক পদে যোগ দেবেন।
এদিকে, ইউনাইটেড ফাইন্যান্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন কায়েস খলিল খান, মঈনুদ্দিন হাসান রশীদ, মাহেনূর সুলতানা রশীদ, নাজমুল হাসান, কুতুবউদ্দিন আক্তার রশীদ এবং খোন্দকার জায়েদ আহসান।