মেডিটেশন করতে চাইলেও ভ্যাট
তিন বছর অব্যাহতির পর ২০২২-২৩ অর্থবছরের বাজেটে মেডিটেশন সার্ভিসের ওপর ভ্যাট আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার সংসদে বাজেট বক্তৃতাকালে অর্থমন্ত্রী বলেন, "আমি মেডিটেশন সার্ভিস'-এর উপর বিদ্যমান ভ্যাট অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করছি।"
২০১৩-১৪ অর্থবছরের বাজেটে প্রথম মেডিটেশন সেবার ওপর ৭ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। কিন্তু মানুষের শারীরিক-মানসিক সুস্থতার জন্য এটি উপকারী বিবেচনায় পরের অর্থবছরই তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এটি প্রত্যাহার করে নিয়েছিলেন।
২০১৮-১৯ অর্থবছরের বাজেট বক্তৃতার সময় আবারও মেডিটেশনের ওপর ভ্যাট আরোপের প্রস্তাব করা হয় কিন্তু অর্থমন্ত্রী সে বছরের প্রস্তাবিত অর্থ বিল সংশোধন করে পরবর্তী দুই বছরের জন্য এটি মূলতবি রাখেন।
উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এটি দেশের ৫১তম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদে চতুর্থ বাজেট।
২০২১-২২ অর্থবছরে বাজেট বরাদ্দ ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। সে হিসেবে ২০২২-২৩ অর্থবছরে নতুন বাজেটের আকার বাড়ছে ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা।