আদালতের নির্দেশে আজ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিবেন শের বাহাদুর দেউবা
নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শের বাহাদুর দেউবা।
নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাইকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রী হিসেবে দেউবার শপথ গ্রহণের কথা জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।
সোমবার (১২ জুলাই) নেপালের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে সরিয়ে দু'দিনের মধ্যে নেপাল কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেওবাকে প্রধানমন্ত্রী করার নির্দেশনা প্রদান করেন।
সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ থেকে এই নির্দেশনা দেওয়া হয়।
নেপালের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আজ বিকালে আনুষ্ঠানিকভাবে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারি।
সোমবার সন্ধ্যায় প্রাক্তন প্রধানমন্ত্রী বাবুরাম বলেন, "সুপ্রিম কোর্টের রায় মেনে আগামীকাল (১৩ জুলাই) শের বাহাদুর দেউবা নতুন মন্ত্রীসভা গঠন করবেন। এটি একটি জোট সরকার হবে। এই জোট সরকার আরও বেশি কার্যকরী হবে। করোনাভাইরাস নিয়ন্ত্রণ, টিকাদান ও দুর্নীতির মতো মানুষের উদ্বেগের বিষয়গুলো আমরা সমাধান করব।"
সূত্র: হিন্দুস্থান টাইমস ও রয়টার্স