আফগানিস্তান ছাড়ার সময়সীমা আর বাড়াবে না তালেবান
পশ্চিমা বাহিনীগুলোকে আফগানিস্তান ছেড়ে যাওয়ার জন্য ৩১ আগস্ট পর্যন্ত যে সময়সীমা দেওয়া হয়েছে তা আর বাড়াবে না তালেবান।
ধর্মভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটির দুটি সূত্র আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রগুলো জানিয়েছে, সময়সীমা বাড়ানোর বিষয়ে পশ্চিমা সরকার বা এর কর্মকর্তাদের পক্ষ থেকে তালেবানের সঙ্গে যোগাযোগ করা হয়নি।
তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন বলেন, আগস্টের ৩১ তারিখ হল সর্বশেষ সীমা।
তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেন বলেছেন এরমধ্যেই সৈন্যবাহিনীকে নিয়ে যাওয়া হবে এবং এই সময়সীমা বাড়ানোর মানে হবে- আফগানিস্তানের পশ্চিমা আগ্রাসন বাড়ানো।
এই সময়সীমা বদলালে সেটির পরিণামও ভালো হবে না বলে সতর্ক করে দিয়েছেন তালেবানের এই মুখপাত্র।
আফগানিস্তানের সরকারকে হটিয়ে দিয়ে দেশটির রাজধানী দখলের পর তালেবান সশস্ত্র গোষ্ঠীর ভয়ে বহু আফগান ও বিদেশি নাগরিক দেশটি ছেড়ে গেছেন। এখনো ছাড়ার অপেক্ষায় আছেন অনেকেই।