আফ্রিকায় ১ লাখ ৯০ হাজার প্রাণহানির আশঙ্কা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আফ্রিকার আঞ্চলিক কার্যালয়ের নতুন এক গবেষণায় বলা হয়েছে, নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যর্থ হলে আফ্রিকায় ৮৩ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ৯০ হাজার মানুষ কোভিড-১৯-এর কারণে মারা যেতে পারে।
এছাড়া ২৯ থেকে ৪৪ মিলিয়ন মানুষ করোনাভাইরাস মহামারির প্রথম বছরে সংক্রমিত হতে পারে।
অনুমানভিত্তিক মডেলের ওপর ভিত্তি করে এ গবেষণাটি আফ্রিকান অঞ্চলের ৪৭টি দেশের ওপর করা হয়েছে, যার মোট জনসংখ্যা এক বিলিয়ন।
মডেলটিতে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অন্যান্য দেশের তুলনায় সংক্রমণের ধীর গতি, গুরুতর রোগে আক্রান্ত কম বয়সী মানুষ এবং কম মৃত্যুর হার পর্যবেক্ষণ করা হয়েছে।
সংক্রমণের হার কম হলেও আগামী কয়েক বছরের মধ্যে আরও দীর্ঘতর প্রাদুর্ভাবের আশঙ্কা প্রকাশ করে গবেষণায় বলা হয়, নিয়ন্ত্রণ ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া না হলে আফ্রিকার আলজেরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ক্যামেরুনের মতো দেশগুলো ঝুঁকির মধ্যে পড়বে।