আবারও ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ
ফ্রান্সের লিও শহরে একটি আন্তর্জাতিক খাদ্য বাণিজ্য মেলায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে মেরেছেন এক ব্যক্তি। স্থানীয় সময় সোমবার দেশটির দক্ষিণ–পূর্বাঞ্চলের শহরটিতে এ ঘটনা ঘটে।
সোমবার সিরহা ফুড অ্যান্ড হসপিটালিটি মেলায় ঘটে যাওয়া ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ টুইটারে ব্যাপকভাবে শেয়ার করা হয়। এতে দেখা যায়, ভিড়ের মধ্যে প্রেসিডেন্টের গায়ে কিছু একটা ছুঁড়ে মারার পর সেটি নিচে পড়ে যায়। সেসময় দুজন দেহরক্ষীকে দ্রুতই ম্যাখোঁর কাছে গিয়ে তাকে রক্ষা করতে দেখা যায়।
ভিডিওটিতে আরও দেখা যায়, একজন ব্যক্তিকে ধরে অন্যান্য দেহরক্ষীরা ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে।
সেসময় ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা ম্যাখোঁকে বলতে শুনেন, 'যদি তিনি আমাকে কিছু বলতে চান, তাহলে সামনে আসতে পারেন তিনি।'
তবে ওই ব্যক্তির পরিচয় বা উদ্দেশ্য কী ছিল তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।
এর আগে ২০১৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও ম্যাখোঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল। সেসময় ডিমটি তার মাথায় লেগে ফেটে যায়।
চলতি বছর আরও একটি বিব্রতকর ঘটনা ঘটে। গত জুন মাসে, দক্ষিণ -পূর্ব ফ্রান্সের একটি ছোট শহরে জনসাধারণকে শুভেচ্ছা জানাতে গেলে ম্যাখোঁর গালে চড় বসিয়ে দেন এক ব্যক্তি। ওই ব্যক্তিকে চার মাসের জেল খাটানোর আদেশ দেওয়া হয়েছিল।
চার বছর ধরে ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ম্যাখোঁ তার পূর্বসূরিদের মতো দেশের জনসাধারণের সাথে দেখা করে সময় কাটানো উপভোগ করেন।
দীর্ঘদিন ধরে ফরাসি রাজনীতির প্রধান অংশ হিসেবে প্রচলিত এ ধারাকে ফরাসি ভাষায় 'ক্রাউড বাথস' বলা হয়।
- সূত্র: আল-জাজিরা