আমরা প্রতিদ্বন্দ্বী হতে পারি, তবে শত্রু নই: বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। শুক্রবার সমর্থকদের সামনে এক সমাবেশে তিনি বলেন, যেভাবে ভোটের সংখ্যা এগোচ্ছে এভাবে গেলে ৩০০'রও বেশি ইলেক্টোরাল ভোট পেয়ে এগিয়ে যাবেন বাইডেন ও তার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস।
বাইডেন বলেন, 'এই দৌড়ে নিঃসন্দেহে আমরাই জিততে চলেছি।'
পেনসিলভানিয়া, জর্জিয়া, অ্যারিজোনা ও নেভাডায় ভোট গণনা শেষ হয়নি এখনো। গতকালই জর্জিয়া ও পেনসিলভানিয়ায় ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে যান বাইডেন। চারটি রাজ্যেই বর্তমানে এগিয়ে আছেন তিনি। শুধু পেনসিলভানিয়ায় বিজয়ী হলেই তিনি পাবেন মোট ২৭৩ ইলেক্টোরাল কলেজ ভোট।
পেনসিলভানিয়ার আগেই নেভাডা ও অ্যারিজোনার ফল ঘোষিত হলে, তিনি বিজয়ী হলে ২৭০ ইলেক্টোরাল ভোটের বেশি পাবেন। চারটি রাজ্যেই জয়লাভ করলে পাবেন ৩০২টি ইলেক্টোরাল কলেজ ভোট। গত নির্বাচনে ট্রাম্পও ৩০২টি ইলেক্টোরাল ভোট পেয়েছিলেন।
শনিবারের মধ্যে পেনসিলভানিয়া, অ্যারিজোনা ও নেভাডার ফলাফল চলে আসতে পারে। তবে জর্জিয়ায় ব্যবধান কম থাকায় পুনর্গণনার প্রয়োজন পড়তে পারে।
বাইডেন তার বক্তব্যে সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ করে কিছু বলেননি। তিনি জানান, আমাদের রাজনীতির উদ্দেশ্য সংঘাত নয় বরং সমস্যার সমাধান করা, ন্যায়বিচার নিশ্চিত করা, সকলের জন্য সমান সুবিধার ব্যবস্থা করা এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করা।
বাইডেন বলেন, 'আমরা প্রতিদ্বন্দ্বী হতে পারি তবে শত্রু নই। আমরা সবাই আমেরিকান। গত ২৪ বছরে প্রথম অ্যারিজোনায় জয়লাভ করতে যাচ্ছে ডেমোক্র্যাটরা, গত ২৮ বছর বছরে প্রথম বারের মতো জর্জিয়ায়ও জয় পেতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনে চার বছর আগের হারানো বিশ্বাসও ফিরে পেতে যাচ্ছি।'
ট্রাম্পের পরাজয় স্বীকার করে নেয়া উচিৎ কিনা এ সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর দেননি বাইডেন। তিনি বলেন, 'আগামীকাল কথা হবে সবার সাথে। আমি জানি টিভিতে ভোটগণনা ও প্রতিনিয়ত ফলাফল পর্যবেক্ষণ বেশ ধীরগতিতে এগোয়। তবে আপনারা মনে রাখবেন, এগুলো শুধু সংখ্যা নয়। এই সংখ্যাগুলো ভোটারদের প্রতিনিধিত্ব করছে। তারা ভোটদানের মাধ্যমে তাদের মৌলিক অধিকারের চর্চা করেছে এবং মতামত জানিয়েছে।'
তিনি বলেন, 'বিভিন্ন জাতি, ধর্ম, বিশ্বাসের রেকর্ড সংখ্যক মানুষ ভোট দিয়ে জানিয়েছে তারা পরিবর্তন চায়। এর মাধ্যমে আমরা মহামারি, অর্থনীতি, জলবায়ু পরিবর্তনসহ বিদ্যমান বিভিন্ন সমস্যার ব্যাপারে নতুন নির্দেশনা পেয়েছি। জনগণই কথা বলেছে।'
বাইডেনের বক্তব্য নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ট্রাম্প। ভোট গণনা প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগ তুলে তিনি বেশ কয়েকটি টুইটার বার্তা দিয়েছেন এপর্যন্ত, রিটুইটও করেছেন এমন দাবির টুইটার বার্তাগুলো। এরমধ্যে একটি হলো রিয়াল ক্লিয়ার পলিটিকসের টম বেভানের টুইটার বার্তা। নেভাডায় বাইডেন এগিয়ে থাকায় ফক্স নিউজ এই রাজ্যে বাইডেনের জয় ঘোষণা করে। বেভান একে অপ্রয়োজনীয় উল্লেখ করে বলেন, ফ্লোরিয়াডায় ৯৭ শতাংশ ভোট গণনার পর ট্রাম্প ৩ পয়েন্ট এগিয়ে থাকা সত্ত্বেও ঘোষণার আগে আমরা কয়েক ঘণ্টা অপেক্ষা করেছি।
জর্জিয়ায় বর্তমানে মাত্র দশমিক এক শতাংশ ভোটে এগিয়ে আছেন বাইডেন। ভোট গণনা শেষ হওয়ার পর দুইজনের ভোটের ব্যবধান অন্তত দশমিক পাঁচ শতাংশ না হলে, রাজ্যটির আইন অনুযায়ী ভোট পুনর্গনণা হবে।
সূত্র: ডেইলি মেইল