আমিরাতে নতুন ১৫০০ কর্মসংস্থান সৃষ্টি করবে অ্যামাজন
ডিজিটাল অর্থনীতির পথে উত্তরণে সংযুক্ত আরব আমিরাতের প্রতি সমর্থন বাড়াচ্ছে অ্যামাজন। এরই অংশ হিসেবে এ বছর দেশটিতে ১৫০০ প্রতক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে কোম্পানিটি।
এ সম্প্রসারণের মাধ্যমে গ্রাহক ও এই অঞ্চলের জনগোষ্ঠীকে আরও উন্নত মানের স্মার্ট ও পরিসেবা দিতে পারবে কোম্পানিটি।
কোম্পানিটির কেন্দ্রীয় স্টোরেজের ধারণ ক্ষমতা ৬০ শতাংশ বাড়ানোর ফলে এ কর্মসংস্থানের ব্যবস্থা করছে, এরফলে গ্রাহকরা আরও বৈচিত্র্যময় পণ্য কেনার সুবিধা পাবেন।
২০২১ সালের মধ্যে আমিরাতে কোম্পানিটির স্টোরেজ স্পেস ৩.৭ মিলিয়ন কিউবিক ফুটেরও বেশি হবে। যার আকার ৪০টি অলিম্পিক সুইমিং পুলের সমান। এর মাধ্যমে ব্যবসার জন্য আরও বেশি পণ্য মজুদ করতে পারবে কোম্পানিটি।
এ সম্প্রসারণের ফলে বিক্রেতা ও ডেলিভারি পার্টনারদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে। নতুন আরও চারটি ডেলিভারি স্টেশন স্থাপনের মাধ্যমে কোম্পানিটির পরিধি বাড়বে ৭০ শতাংশ। ফলে ডেলিভারির গতি ও পরিসেবা প্রদানের পরিধিও বাড়ছে।
অ্যামাজন মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকার ডিরেক্টর অব অপারেশন প্রশান্ত সারান বলেন, "গ্রাহকদের আরও ভালো অভিজ্ঞতা দিতে, দেশজুড়ে মানুষ যখন যা চায় তা যে স্থান থেকেই হোক, সেই পরিসেবা নিশ্চিত করতে আমাদের কার্যক্রম সম্প্রসারণ করছি। মানুষ, এসব প্রক্রিয়া ও প্রযুক্তিতে বিনিয়োগ অব্যাহত রেখেছি আমরা,"
"গ্রাহকদের আরও উন্নত পরিসেবা দিতে উদ্ভাবনের সংস্কৃতিকে এগিয়ে নিচ্ছি আমরা। আমিরাতে মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে পেরে আমরা আনন্দিত। আধুনিক কর্ম পরিবেশে সার্বিক নিরাপত্তার মধ্যে কর্মীরা শেখার ও বিকাশের সুযোগ পান এমন পরিবেশ দিয়ে থাকি আমরা। আমরা যেখানে কাজ করি ওই অঞ্চলের মানুষের প্রতি আমাদের অঙ্গীকার পালনের প্রতিফলন এই বিনিয়োগ,"
কোম্পানির কর্মীদের সহায়তায় ও নিরাপত্তা নিশ্চিত করতে নিত্য নতুন প্রযুক্তি আবিষ্কার ও ব্যবহারের দীর্ঘ ইতিহাস আছে কোম্পানিটির। অ্যামাজনের এই বিনিয়োগ সম্প্রসারণের ফলে দেশটিতে বৈচিত্র্যপূর্ণ কর্মসংস্থান তৈরি হবে, সৃষ্টি হবে নতুন কাজের ক্ষেত্র।
বর্তমানে আমিরাতে অ্যামাজনের নেটওয়ার্কের রয়েছে দুটি ফুলফিলমেন্ট সেন্টার, আটটি ডেলিভারি স্টেশন, তিনটি সর্টিং সেন্টার ও ডেলিভারি পার্টনারদের একটি নেটওয়ার্ক। দেশটিতে কোম্পানিটির পদচিহ্ন বৃদ্ধির সাথে সাথেও প্রধান অগ্রাধিকার হিসেবে থাকছে কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা। কোম্পানিটি এর লজিস্টিক নেটওয়ার্কে এখন পর্যন্ত ১৫০টি প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে। ২০২০ সালে বিশ্বজুড়ে কোভিড-১৯ সংশ্লিষ্ট খাতে বিনিয়োগ করেছে ১১.৫ বিলিয়নেরও বেশি।
- সূত্র: খালিজ টাইমস
- দেশের বাইরে থেকে লেখা পাঠানোর ঠিকানা: [email protected]et