ইরানের নকল রণতরী মোতায়েন
ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংকটের মধ্যে হরমুজ প্রণালীতে সামরিক মহড়ার অংশ হিসেবে বিমানবাহী রণতরীর প্রতিকৃতিতে বানানো একটি মডেল রণতরী নামিয়েছে ইরান।
সোমবার প্রকাশিত স্যাটেলাইটের ছবি দেখে ধারণা করা হচ্ছে ইরান এটি লাইভ ফায়ার ড্রিলে ব্যবহার করতে যাচ্ছে। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এব্যাপারে এখনো কিছু জানায়নি।
আমেরিকার নিমিৎজ-ক্লাস রণতরীর কপি এটি। অবস্থাদৃষ্টে ধারণা করা হচ্ছে ২০১৫ সালের ইরানের সামরিক প্রশিক্ষণের অনুরূপ প্রস্তুতি নেওয়ার অংশ এটি। ইরানের মার্কিন রণতরীর আদলে বানানো রণতরী নিয়ে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর ঘাঁটির কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করেননি।
আরব সাগরে মার্কিন রণতরী ইউএসএস আইসেনহাওয়ারের স্থান নিতে গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে ইউএসএস নিমিৎজ। ইউএসএস নিমিৎজ রণতরী হরমুজ প্রণালী অতিক্রম করে যাবে কিনা বা কখন অতিক্রম করবে তা স্পষ্ট না।
দ্য আইসেনহাওয়ার গত সপ্তাহে হরমুজ প্রণালী অতিক্রম করে। ১৬টি ফাইটার জেট আছে ২০০ মিটার দীর্ঘ ও ৫০ মিটার প্রশস্ত রণতরীর ডেকে। নিমিৎজ শ্রেণির রণতরী সাধারণ ৩০০ মিটার দীর্ঘ ও ৭৫ মিটার প্রশস্ত বিশিষ্ট হয়ে থাকে।]
ইরান ২০১৫ সালের ফেব্রুয়ারিতে দ্য গ্রেট প্রফেট-৯ নামে সামরিক প্রশিক্ষণে এ রকম একটি ডামি রণতরী ব্যবহার করেছিল। ইরান ও পরাশক্তির মধ্যে পরমাণু চুক্তির সংকটের সময় ওই বছর এই মহড়া অনুষ্ঠিত হয়।
২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসে। গত ২৩ জুলাই ইরানের মাহান এয়ারের একটি বিমান সিরিয়ার আকাশপথ অতিক্রম করার সময় একটি মার্কিন যুদ্ধবিমান খুব কাছে চলে আসে। এই হুমকির কারণে দ্রুত অবতরণে বিমানের কয়েকজন যাত্রী আহত হয়। এই ঘটনার প্রতিক্রিয়ায়ই এই মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।