ইসরায়েলের সঙ্গে চুক্তি: শিগগিরই আরও এক আরব দেশের স্বাক্ষর, দাবি যুক্তরাষ্ট্রের
এই সপ্তাহে আরও একটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তিতে স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার সংযুক্ত আরব আমিরাতের টেলিভিশন চ্যানেল আল আরাবিয়ায় এ তথ্য জানান জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্র্যাফট।
ইসরায়েলের সঙ্গে 'আব্রাহাম অ্যাকর্ডস' নামে খ্যাত সমঝোতা স্বাক্ষরে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন স্বাক্ষর করার এক সপ্তাহ পর মার্কিন রাষ্ট্রদূত এ মন্তব্য করলেন।
ক্র্যাফট জানান, এই চুক্তিতে আরও বেশি দেশকে যুক্ত করার পরিকল্পনা তার দেশের রয়েছে।
'শিগগিরই এ সংক্রান্ত আরও ঘোষণা আমরা দিতে পারব,' বলেন তিনি। একইসঙ্গে দাবি করেন, 'আগামি দুয়েকদিনের মধ্যে আরেকটি স্বাক্ষর অনুষ্ঠিত হবে।'
'জানি, অন্য দেশগুলোও এ পথ অনুসরণ করবে,' আত্মবিশ্বাস নিয়ে বলেন ক্র্যাফট।
এর আগে, এ সপ্তাহের শুরুতে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে 'এর আগে কখনোই এত বেশি আশাবাদী' তিনি হতে পারেননি।
- সূত্র: আরব নিউজ