এক শতাব্দী পর রাশিয়াতে প্রথম রাজকীয় বিয়ের আয়োজন
এক শতাব্দীরও বেশি সময় পর রাশিয়ান রাজ পরিবারের বংশধরের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করলো সেন্ট পিটার্সবার্গ। গত শুক্রবার সেন্ট পিটার্সবার্গের সেন্ট আইজ্যাক ক্যাথেড্রালে ইতালির ভিক্টোরিয়া রোমানোভনা বেত্তারিনির সঙ্গে বিয়ের গাঁটছড়া বাঁধেন রাশিয়ান রাজপরিবারের বংশধর গ্র্যান্ড ডিউক জর্জ মিখাইলোভিচ রোমানভ।
১৯১৭ এর বলশেভিক বিপ্লবের পর এ বছরই প্রথমবারের মতো রাজকীয় বিয়ে অনুষ্ঠিত হলো তৎকালীন রাশিয়ান সাম্রাজ্যের রাজধানীতে।
বিয়ের জন্য সেন্ট পিটার্সবার্গকে বেছে নেওয়া প্রসঙ্গে মিখাইলোভিচ (৪০) বলেন, 'রাশিয়ার এই শহরেই আমরা প্রথম ফিরে এসেছিলাম। এটি আমাদের পরিবারের অনেক ঘনিষ্ঠ এক স্থান।'
প্রসঙ্গত, ১৯১৮ সালের জুলাইয়ে রাশিয়ার শেষ জার দ্বিতীয় নিকোলাস, তার স্ত্রী এবং পাঁচ সন্তানকে বলশেভিক বিপ্লবী ফায়ারিং স্কোয়াডে হত্যা করা হয়। মস্কো থেকে ১,৪৫০ কিলোমিটার (৯০০ মাইল) পূর্বে ইয়েকাটারিনবার্গের একটি বণিকের ঘরের সেলারে হত্যা করা হয় তাদেরকে। জার পরিবারের বাকি সদস্যরা বিপ্লবের আগেই ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন।
রাশিয়ার গ্র্যান্ড ডাচেস মারিয়া ভ্লাদিমিরোভনা এবং তার স্বামী রাশিয়ার গ্র্যান্ড ডিউক মিখাইল পাভলোভিচের সন্তান জর্জ মিখাইলোভিচ জন্মগ্রহণ করেন স্পেনে। তিনি তার জীবনের বেশিরভাগ সময় ফ্রান্স এবং স্পেনে বসবাস করেছেন।
তার দাদা, গ্র্যান্ড ডিউক কিরিল ভ্লাদিমিরোভিচ ১৯১৭ সালের বলশেভিক বিপ্লবের সময় ফিনল্যান্ডে পালাতে সক্ষম হয়েছিলেন। তিনি এবং তার পরিবার পরে পশ্চিম ইউরোপে স্থানান্তরিত হন।
জর্জ মিখাইলোভিচ ১৯৯২ সালে প্রথমবার রাশিয়া সফর করেন। বর্তমানে মস্কোর বাসিন্দা মিখাইলোভিচ সেখানে বেশ কয়েকটি দাতব্য প্রকল্পে কাজ করছেন।
তার বাগদত্তা বেত্তারিনি (৩৯) গত বছর রাশিয়ান অর্থোডক্সে ধর্মান্তরিত হন এবং ভিক্টোরিয়া রোমানোভনা নামটি গ্রহণ করেন।
১৯১৭ সালে জার দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করার আগে রোমানভ রাজবংশ ৩০০ বছর ধরে রাশিয়া শাসন করে আসছিল। তাদের শাসনামল শেষেই রাশিয়াতে শুরু হয় বলশেভিক বিপ্লব, গৃহযুদ্ধ এবং ৭০ বছরের কমিউনিস্ট শাসন।
২০০০ সালে দ্বিতীয় নিকোলাসকে ক্যানোনাইজ (স্বীকৃতি দেওয়া) করে রাশিয়ার অর্থোডক্স চার্চ।
- সূত্র- সিএনএন