এবার করোনা ভাইরাসের কবলে ব্রিটিশ স্বাস্থ্য প্রতিমন্ত্রী
যুক্তরাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং কনজারভেটিভ দলের এমপি নাদিন ডোরিস কোভিড-১৯ নামক নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার তিনি নিজেই এ কথা জানান।
ডোরিস জানান, স্বাস্থ্য পরীক্ষায় তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ায় তিনি এখন নিজ বাসভবনে অবস্থান করছেন। আক্রান্ত হলে জনসাধারণ এবং অন্যদের কাছ থেকে 'বিচ্ছিন্ন' থাকার নিয়ম মেনেই তিনি এমনটা করছেন। পাশাপাশি মেনে চলছেন চিকিৎসকের দেওয়া সকল প্রকার সতর্কতামূলক স্বাস্থ্য পরামর্শ।
এমন সময় এই খবর জানা গেল, যখন যুক্তরাজ্যে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৬ জনে পৌঁছেছে। এই অবস্থায় ডোরিসই প্রথম বিটিশ সাংসদ যিনি ভাইরাসটিতে আক্রান্ত হলেন। তিনি মধ্য ব্রেডফোর্ডশায়ার আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
যুক্তরাজ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ যে ব্যক্তি মারা গেছেন তার বয়স ছিল ৮০ বছর। বার্ধক্যজনিত নানা রোগে তিনি আগে থেকেই বেশ অসুস্থ ছিলেন।
তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা কর্তৃপক্ষ (এনএইচএস) করোনা রোগী শনাক্তকরণে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে জানায়। দেশজুড়ে করোনা আক্রান্তদের সংখ্যা আরও বাড়বে, এমন আশঙ্কার কারণেই এই প্রস্তুতি।
সক্ষমতা বৃদ্ধির পর এনএইচএস দৈনিক ১০ হাজার মানুষের করোনা শনাক্তকরণ সংক্রান্ত স্বাস্থ্য পরীক্ষা করতে পারবে। বর্তমান সক্ষমতায় দৈনিক মাত্র দেড় হাজার পরীক্ষা করা সম্ভব হচ্ছে।