এয়ার ফোর্স ওয়ানের সিঁড়িতে তিনবার হোঁচট খেলেন জো বাইডেন
আটলান্টায় যাবার পথে এয়ার ফোর্স ওয়ান উড়োজাহাজের সিঁড়ি বেয়ে ওঠার সময় তিনবার হোঁচট খেয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
৭৮ বছর বয়সী জো বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবথেকে বয়স্ক প্রেসিডেন্ট। হোঁচট খেয়েও বাইডেন নিজেকে সামলে নেন এবং সিঁড়ির সর্বোচ্চ উচ্চতায় পোঁছে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে স্যালুট জানান।
ম্যাসাজ পার্লারে ছয় এশীয় বংশোদ্ভূত নারীর মৃত্যুতে এশিয়ান-আমেরিকান নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎকারের উদ্দেশ্যে শুক্রবার আটলান্টায় যাচ্ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন।
তবে, হোঁচট খেলেও প্রেসিডেন্ট এখন সুস্থ-স্বাভাবিক আছে বলে সাংবাদিকদের জানান হোয়াইট হাউজের প্রেস সচিব জ্য পিঁয়েরে।
পিঁয়েরে বলেন, "সেখানে প্রচুর বাতাস বইছিল। আমি নিজেও প্রায় পড়তে পড়তে নিজেকে সামলে নিয়েছিলাম। প্রেসিডেন্ট শতভাগ সুস্থ আছেন। তিনি স্বাভাবিক ভাবেই সবকিছু করছেন। ট্রিপের জন্যও নিজেকে প্রস্তুত করছেন।"
ভাইস প্রেসিডেন্ট হ্যারিসকে 'প্রেসিডেন্ট হ্যারিস' বলে মন্তব্য করার রেশ কাটতে না কাটতেই প্রেসিডেন্টের এই হোঁচট খাওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ৭৮ বছর বয়সে প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের ফিটনেস যথাযথ কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন।
মার্চে রাসমুসেন পরিচালিত এক জরিপ অনুসারে অংশগ্রহণপকারী আমেরিকানদের অর্ধেকই বাইডেনের "দায়িত্ব পালনে শারীরিক ও মানসিক সক্ষমতা" নিয়ে সংশয় প্রকাশ করেছেন। অন্যদিকে, এক-তৃতীয়াংশ আমেরিকান, প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের কোনও প্রেস কনফারেন্স না ডাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তবে, হোয়াইট হাউজ ঘোষণা দিয়েছে যে, বাইডেনের প্রথম প্রেস কনফারেন্সটি তার অফিসের ৬৫তম দিন অর্থাৎ ২৫ মার্চ অনুষ্ঠিত হবে।
এর আগে, নভেম্বরে পোষা কুকুর মেজরের সাথে খেলতে গিয়ে দুর্ঘটনায় পড়লে বাইডেনের ডান পায়ে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়ে।
তবে বাইডেনই যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট নন যিনি উড়োজাহাজের সিঁড়িতে হোঁচট খেলেন। ১৯৭৫ সালে অস্ট্রিয়ার পৌঁছানোর পর এয়ার ফোর্স ওয়ানের সিঁড়ি থেকে পড়ে যান প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড। তবে, ফার্স্ট লেডি বেটি ফোর্ড নিজেকে সামলে নিয়েছিলেন।
- সূত্র: ইন্ডিপেনডেন্ট