ওমরাহ অ্যাপে থাকছে মসজিদে নামাজ পড়ার পারমিট
সৌদি আরবে ওমরাহ হজ পালনের জন্য তৈরি 'আইতামার্না' ওমরাহ অ্যাপে যুক্ত হয়েছে পবিত্র মসজিদে নামাজ পড়ার পারমিটও। মঙ্গলবার দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সচিব আব্দুল রহমান শামস এই ঘোষণা দেন।
তিনি বলেন, এই পারমিটের ফলে মক্কার গ্র্যান্ড মসজিদে একটি, মসজিদে নববীতে একটি নামাজে অংশগ্রহণ করতে পারবেন হাজীরা। এর পাশাপাশি নবী (স) এর রওজা মোবারকেও জেয়ারত করতে যেতে পারবেন।
এভাবে ধীরে ধীরে অন্যান্য স্থানগুলোতেও যাবার অনুমোদন দেওয়া হবে বলেও জানান তিনি।
অ্যান্ড্রয়েড ও অ্যাপলের স্মার্ট ফোনে 'আইতামার্না' নামের ওমরাহ অ্যাপটি ব্যবহার করা যাবে। এর মাধ্যমে ওমরাহ যাত্রীদের প্রবেশ ও দর্শনের ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করা হবে।
কোভিড-১৯ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই অ্যাপটি চালু করেছে। এটি ব্যবহার করে স্বাস্থ্যগত তথ্য এবং হজযাত্রীদের ভ্রমণ সম্পর্কিত তথ্যাদি নজরদারি করা যাবে।
হজে অংশ নিতে বা পবিত্র স্থানগুলোয় যারা যেতে চান, তাদের সবাইকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্য সতর্কতা বজায় রাখার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।