করোনার উৎপত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগের প্রমাণ চায় ডব্লিউএইচও
চীনের গবেষণাগারে করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র এমন বক্তব্যের প্রমাণ সরবরাহের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সঙ্গে এই বক্তব্যকে অনুমান নির্ভর বলেও আখ্যা দিয়েছে সংস্থাটি।
সোমবার জেনেভা থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে একথা জানান সংস্থাটির জরুরি পরিস্থিতি বিষয়ক বিশেষজ্ঞ ডা. মাইক রায়ান।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
চীনের উহান শহরের একটি ভাইরোলোজি গবেষণাগার থেকে করোনার উৎপত্তি হয়েছে বরাবরই এমন অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র।
গত বৃহস্পতিবার মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স পরিচালকের কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, করোনাভাইরাস মানবসৃষ্ট এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে ওই দিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন চীনের ভাইরোলোজি গবেষণাগার থেকে করোনাভাইরাসটির সৃষ্টি হয়েছে।
এরপর রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একই দাবি করে বলেন, এই বিষয়ে তার কাছে প্রমাণ রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে চীনসহ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।