করোনার টিকা আসতে পারে বছরের শেষেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান
করোনাভাইরাস মহামারির মোকাবিলায় চলতি বছরের শেষ নাগাদ টিকা পাওয়া যেতে পারে বলে আশার কথা শুনিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।
মঙ্গলবার জেনেভায় মহামারি নিয়ে সংস্থাটির নির্বাহী পর্ষদের দুদিনের বৈঠকের সমাপণী ভাষণে তিনি বলেন, টিকা আমাদের লাগবেই। এ বছরের মধ্যেই আমরা টিকা পেয়ে যেতে পারি, সেই আশা আছে।
চলতি বছরের শেষ নাগাদ একটি নিরাপদ ও কার্যকর করোনার টিকা পাওয়া নিয়ে আশার কথা শোনালেও এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক।
তিনি বলেন, 'আমাদের একে অপরকে দরকার। আমাদের সংহতি দরকার। আমাদের যত শক্তি আছে, তার সবটুকু ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার করা দরকার।'
পরীক্ষা চলছে এমন ৯ টি টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালিত 'কোভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস' (সিওভিএএক্স) ফ্যাসিলিটির আওতায় আসার পথে আছে। সিওভিএএক্স এর লক্ষ্য ২০২১ সালের শেষ নাগাদ ২শ' কোটি ডোজ টিকা বিতরণ করা।