করোনা: মার্চের পর সবচেয়ে কম শনাক্ত ভারতে
ভারতে করোনায় শনাক্তের হার অনেকটা কমে এসেছে। করোনায় একদিনে সংক্রমণ ১০ হাজারে নেমে এসেছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ১২৬ জন, যা মার্চের পর সর্বনিম্ন শনাক্ত। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৪৩ লক্ষ ৭৭ হাজার ১১৩ জন।
মঙ্গলবার (৯ নভেম্বর) কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে করোনা বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানায়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৩২ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ লক্ষ ৬১ হাজার ৩৮৯ জন।
গত সোমবার (৮ নভেম্বর) ১১ হাজার ৪৫১ জনের করোনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ৩২৫ জন। যা আগের দিনের তুলনায় ১১ দশমিক ৬ শতাংশ কম।
মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় পুরো ভারতে ১১ হাজার ৯৮২ জনেরও বেশি রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন মোট ৩ কোটি ৩৭ লাখ ৭৫ হাজার ৮৬ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, পুরো ভারতে এ মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৬৩৮ জন, যা গত ২৬৩ দিনে সবচেয়ে কম। সবশেষে দেশটিতে সুস্থতার হার ৯৮ দশমিক ২৫ শতাংশে এসে দাঁড়িয়েছে। গত বছরের মার্চ থেকে এই হার সর্বোচ্চ।
২০১৯ এর ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
সুত্র: হিন্দুস্তান টাইমস