কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল
রাজনীতি জীবনে সফলতা তো কতজনই পান। উঠে আসেন কোন সরকারের গুরুত্বপূর্ণ পদে। সেদিক থেকে দেখলে কলিন পাওয়েলও ব্যতিক্রম ছিলেন না, কিন্তু অপরদিক থেকে দেখলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী হিসেবেই তিনি ইতিহাসে নাম লেখিয়েছেন।
আজ সোমবার (১৮ অক্টোবর) কোভিড-১৯ জনিত অসুস্থতায় পাওয়েলের মৃত্যুর কথা ফেসবুকে জানিয়েছে তার পরিবার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
সাবেক প্রতিরক্ষা বাহিনীর জেনারেল পদ থেকে উঠে আসা এ রাজনীতিকের মৃত্যুর কথা ফেসবুকে তুলে ধরে তার পরিবারের সদস্যরা লিখেছেন, "জেনারেল কলিন এল. পাওয়েল, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জয়েন্ট চিফ অব স্টাফসের চেয়ারম্যান আজ সকালে কোভিড-১৯ জনিত অসুস্থতায় মারা গেছেন। তার প্রয়াণে আমরা একজন অসাধারণ মানুষ ও প্রেমময় স্বামী, পিতা, দাদা/নানা ও একজন মহান আমেরিকানকে হারালাম।"
পাওয়েলের পরিবার তিনি দুই ডোজ কোভিড-১৯ টিকা নিয়েছিলেন বলে নিশ্চিত করে।
বিংশ শতকের শেষ দিকে ও ২১ শতকের আমেরিকার শুরুর দিকে যেসব রিপাবলিকান প্রশাসকের নেতৃত্বে মার্কিন পররাষ্ট্র নীতিতে আমূল পরিবর্তন আসে, তাদের অন্যতম একজন ছিলেন তিনি।
তিনি দীর্ঘদিন রিপাবলিকান দলে ছিলেন। তিনিই একমাত্র আফ্রিকান আমেরিকান যিনি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ছিলেন।
তিনি ১৯৮৭ থেকে ১৯৮৯ পর্যন্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ১৯৮৯-তে সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশের প্রশাসনে জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যানের দায়িত্ব পালন পান কলিন পাওয়েল। আর ২০০১ সালে প্রেসিডেন্ট জুনিয়র বুশ তাকে পররাষ্ট্রমন্ত্রীর পদে মনোনীত করেন।
তবে জুনিয়র বুশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরাকে আগ্রাসন চালানোর জন্যও তাঁকে ঘিরে ব্যাপক সমালোচনা রয়েছে। পরবর্তীকালে তিনি এ সিদ্ধান্তে সায় দেওয়াকে নিজ ক্যারিয়ারের এক কলঙ্কজনক অধ্যায় বলে অনুশোচনা প্রকাশ করেন।
- সূত্র: সিএনএন