কোভিড-১৯ চিকিৎসায় অ্যান্টি-প্যারাসাইটিক ওষুধ আইভারমেকটিনের ব্যবহার খতিয়ে দেখছে অক্সফোর্ড
কোভিড-১৯ এর সম্ভাব্য চিকিৎসা হিসাবে অ্যান্টি-প্যারাসাইটিক (পরজীবীনাশক) ওষুধ আইভারমেকটিনের ব্যবহার পরীক্ষা করে দেখার কথা জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ব্রিটিশ সরকার-সমর্থিত এ পরীক্ষার মূল উদ্দেশ্য, রোগীদের যেন হাসপাতালে না নিতে হয় তেমন চিকিৎসা পদ্ধতির অনুসন্ধান।
পরীক্ষাগার গবেষণায় দেখা গেছে, ভাইরাসের প্রতিলিপি রোধে ভূমিকা রাখতে পারে আইভারমেকটিন। জানা গেছে, আইভারমেকটিন প্রাথমিকভাবে ভাইরাসের প্রভাব কমিয়ে মৃদু কোভিড আক্রান্ত রোগীদের উপশমে সহায়তা করতে পারে।
তবে এখন পর্যন্ত ল্যাবেই পরীক্ষামূলকভাবে প্রয়োগ হয়েছে আইভারমেকটিনের। মানবদেহে ওষুধটির সঠিক ডোজ নির্ধারণের জন্য কয়েক দফায় পরীক্ষা করতে হবে। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হয়ে তবেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে।
এর আগে জানুয়ারিতে এক ব্রিটিশ গবেষণায় দেখা গেছে যে, অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন এবং ডক্সিসাইক্লিন সাধারণত প্রাথমিক পর্যায়ের কোভিড-১৯ এর বিরুদ্ধে কোন কার্যকর ভূমিকা রাখে না।
যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউরোপীয় ও মার্কিন নিয়ন্ত্রকেরা করোনা চিকিৎসায় আইভারমেকটিন ব্যবহারের বিপক্ষে মত দিয়েছেন, ভারতসহ কয়েকটি দেশে এর ব্যবহার রয়েছে।
এবারের ট্রায়ালটির সহ-প্রধান নিরীক্ষক ক্রিস বাটলার বলেন, "বৃহৎ পরিসরের ট্রায়ালে আইভারমেটিনকে অন্তর্ভুক্তির মাধ্যমে আমরা আশা করছি যে, এটি কোভিড-১৯ এর বিরুদ্ধে কতটা কার্যকর, এটি ব্যবহারে কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না এসবের প্রমাণ উপস্থাপন করতে পারব"।
যাদের যকৃতের অবস্থা মারাত্মক, ব্লাড থিনিং বা রক্তের সমস্যা আছে, আইভারমেকটিনের সাথে বিক্রিয়া করতে পারে এমন ওষুধ নিচ্ছেন, তাদের কাউকে এই ট্রায়ালে অংশ নিতে দেয়া হয়নি বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
তারা আরও জানায়, আইভারমেকটিন এই ট্রায়ালের সপ্তম ওষুধ এবং বর্তমানে আরেকটি অ্যান্টি-ভাইরাল ড্রাগ ফ্যাভিপিরাবির পাশাপাশি এর কার্যক্ষমতা মূল্যায়ন করা হচ্ছে।
- সূত্র-রয়টার্স