কোভ্যাক্সে আসছে ৫৫ কোটি ডোজ চীনা ভ্যাকসিন
করোনা ভাইরাস প্রতিরোধের বৈশ্বিক টিকাদান উদ্যোগ কোভ্যাক্সের জন্য সিনোফার্ম এবং সিনোভ্যাক থেকে ৫৫ কোটি ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন কিনছে বৈশ্বিক টিকাদান জোট গ্যাভি।
অগ্রীম টিকা কিনতে সোমবার চীনা ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান দুটির সাথে চুক্তি স্বাক্ষরের কথা জানিয়েছে সংস্থাটি।
এক বিবৃতিতে গ্যাভি জানায়, নতুন চুক্তি অনুসারে সংস্থাটি সিনোফার্ম থেকে ১৭ কোটি ডোজ ভ্যাকসিন এবং সিনোভ্যাকের কাছ থেকে ৩৮ কোটি ডোজ ভ্যাকসিন কিনবে। ২০২২ সালের মাঝামাঝি সময়ের ভেতর এই ভ্যাকসিন কেনা হবে। চুক্তি স্বাক্ষরের কথা নিশ্চিত করেছে সিনোভ্যাক।
বিবৃতিতে বলা হয়, "স্বাস্থ্য ব্যবস্থায় ডেল্টা প্রকরণ যখন মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে তখন এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কোভ্যাক্সের অংশীদারদের কাছে থাকা অতিরিক্ত ভ্যাকসিন থেকে অবিলম্বে ১১ কোটি ডোজ ভ্যাকসিন বিতরণ শুরু হবে। ভবিষ্যতে আরও ভ্যাকসিন আসবে"।
উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোতে কোভিডের টিকা সরবরাহের প্রতিশ্রুতি দিলেও বর্তমানে টিকা বিতরণে হিমশিম খাচ্ছে কোভ্যাক্স। ভারতের ভ্যাকসিন রপ্তানি নিষেধাজ্ঞার কারণে সৃষ্টি হয়েছে কোভিডের টিকা সংকট।ফলে, বিভিন্ন দেশে টিকাদান কর্মসূচী প্রাথমিক পর্যায়েই ব্যাহত হয়েছে।
তবে, সর্বশেষ সরবরাহ পূর্বাভাস অনুসারে, ২০২২ সালের শুরুতে কোভ্যাক্স ২০০ কোটি ডোজের বেশি ভ্যাকসিন সরবরাহ করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
সূত্র: রয়টার্স