গুরুত্বপূর্ণ ফল নির্ধারণী রাজ্যগুলোয় ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন বাইডেন
নির্বাচনের পর ভোট গণনা ও ফল ঘোষণার পালা চলছে যুক্তরাষ্ট্রে। শতভাগ ভোট হিসাব করে কোনো রাজ্যই ফল ঘোষণা করেনি। তবে একটি নির্দিষ্ট সংখ্যার ভোট গণনা করা হয়ে গেছে, যার ভিত্তিতে দেওয়া হচ্ছে বিজয়ের ইঙ্গিত ।
মঙ্গলবার নির্বাচনী রাতের তুলনায় আজ বুধবারই বেশি উজ্জ্বল মনে হচ্ছে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের জয়ের সম্ভাবনা।
এদিন স্থানীয় সময় ভোর ৫টা নাগাদ গুরুত্বপূর্ণ নির্ধারণী রাজ্য উইসকনসিনে ট্রাম্পের চাইতে এগিয়ে যান বাইডেন। প্রদেশটির সবচেয়ে বড় শহর মিলওয়াকিতে এসময় ডাকের মাধ্যমে আসা ভোট গোণা শেষ হয়। তাতে বাইডেনের পক্ষে যায় ১,৭০,০০০ ভোট।
ডাকে পাওয়া ব্যালট গোণার কাজ চলছে রাজ্যের অন্যান্য শহরেও। ধারণা করা হচ্ছে, এইসব ভোটের অধিকাংশ পাবেন বাইডেন। তবে মোট ৯৫ শতাংশ ভোটের হিসাব ইতোমধ্যেই হয়ে গেছে।
সাম্প্রতিক ফলের প্রেক্ষিতে এক শতাংশ পয়েন্টের সামান্য ব্যবধানে রাজ্যটিতে এগিয়ে গেছেন বাইডেন। ইতোপূর্বে, এখানে ট্রাম্পের নিশ্চিত বড় জয় অনুমান করা হয়েছিল। বাইডেন নির্বাচনী শিবিরের কর্মকর্তারা জানান, রাজ্যটিতে জয়ের ধারা অব্যাহত থাকবে বলেই তারা বিশ্বাস করেন।
এপর্যন্ত ৫০ শতাংশ ভোট গেছে বাইডেনের পক্ষে। আর ৪৯ শতাংশ পেয়েছেন ট্রাম্প। অন্যান্য প্রার্থী ১ শতাংশ।
মিশিগানে কমছে বাইডেনের ব্যবধান:
মোট গণনার ভিত্তিতে প্রাথমিক ফল জানাচ্ছে অন্যান্য রাজ্যও। ডেমোক্রেট দলের শক্ত সমর্থন আছে মিশিগানের মতো এমন কিছু রাজ্যে নির্বাচনী রাতে এগিয়ে ছিলেন ট্রাম্প। কিন্তু, বুধবার নাগাদ সেখানেও ধীরে ধীরে ব্যবধান কমিয়ে এগিয়ে গেছেন জো বাইডেন।
উইসকনসিন এবং পেনিসেলভানিয়ার মতো এরাজ্যেও প্রথমেই ডাকের মাধ্যমে পাওয়া ভোট গণনা করা হয়নি। কিন্তু, বিপুল সংখ্যক ডাকযোগে পাওয়া ভোট হিসাব করা শুরু হওয়া মাত্র ট্রাম্পের যে বিশাল জয় প্রথমদিকে দেখা যাচ্ছিল, তা ম্লান হওয়া শুরু করে। পর্যবেক্ষরাও প্রাথমিকভাবে রিপাবলিকান দলের এগিয়ে থাকাকে অসম্পূর্ণই বলেছিলেন।
৯৬ শতাংশ ভোট গণনার পর মিশিগানে বাইডেন এগিয়ে আছেন ৫০ শতাংশ ভোট পেয়ে। ট্রাম্প পেয়েছেন ৪৯ শতাংশ। অন্যান্য প্রার্থী ২ শতাংশ।
ডোনাল্ড ট্রাম্প আগেভাগেই বিজয় ঘোষণা করলেও, তা ছিল অসম্পূর্ণ ফলাফলের ভিত্তিতে করা মিথ্যে দাবি।
জয়ের জন্য যে ২৭০টি ইলেক্টোরাল ভোট দরকার, তেমন সংখ্যাগরিষ্ঠতা দিতে পারে যে রাজ্যগুলো সেখানে বাইডেনই প্রথম থেকে এগিয়ে ছিলেন। নতুন করে আজ উইসকনসিন এবং মিশিগানের পাশপাশি আরেক জয় নির্ধারনী রাজ্য- নেভাদাতেও আংশিক এগিয়ে গেছেন ডেমোক্রেট প্রার্থী।
এই রাজ্যে ডাক যোগে দেওয়া আরও অনেক ভোট এসেছে নির্বাচনের দিন। সেগুলো গণণা শেষে বাইডেনের এগিয়ে থাকা আরও দৃঢ় হবে, এমন অনুমান করা হচ্ছে।
- সূত্র: এনপিআর