জাতির উদ্দেশ্যে রানী এলিজাবেথের বিরল ভাষণ
টানা ৬৮ বছর ধরে ব্রিটিশ সিংহাসনে আসীন রানী দ্বিতীয় এলিজাবেথ। এই সুদীর্ঘ সময়ে তিনি জাতির উদ্দেশে মোট চারবার টেলিভিশনে সম্প্রচারিত বিশেষ বার্তা দিয়েছেন। সেই সংখ্যাটি আজ রোববারের ভাষণের ভেতর দিয়ে পাঁচে রূপ নিতে চলেছে।
সাধারণত জাতির চরম সংকটকালেই ব্রিটিশ মহারানী এমন ভাষণ দিয়ে থাকেন। এবারের কারণটা বৈশ্বিক মহামারি করোনাভাইরাস। যার প্রকোপে গত শনিবারই যুক্তরাজ্যে ৭০৮ জন মারা গেছেন; ফলে সেদেশে মোট মৃতের সংখ্যা উন্নীত হয়েছে চার হাজার ৩১৩ জনে। খবর বিবিসির।
এ অবস্থায় রোববার যুক্তরাজ্য সময় রাত আটটায় রানীর বিশেষ বার্তা সম্বলিত ভাষণ দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম, রেডিও এবং টেলিভিশনে একযোগে সম্প্রচারিত হতে চলেছে।
ব্রিটিশ রাজপরিবারের বাসভবন বাকিংহাম প্যালেস সূত্র জানিয়েছে, নিজ ভাষণে দ্বিতীয় এলিজাবেথ করোনাভাইরাসে স্বজন হারানোদের প্রতি তার আন্তরিক সহানুভূতি ব্যক্ত করবেন। পাশাপাশি এই মহামারি প্রতিরোধের যুদ্ধে সামনে থেকে লড়াই করা স্বাস্থ্যসেবা কর্মী এবং চিকিৎসকদের প্রতি জানাবেন আন্তরিক কৃতজ্ঞতা।
বাকিংহাম প্যালেস রানীর ভাষণের কিছু অংশ আগেভাগেই প্রকাশ করেছে। রানী বলবেন, 'আমি আশা করছি সংকট উত্তরণের পর একদিন আমরা সবাই পেছনের দিকে ফিরে তাকাব, এবং এই সংকট মোকাবেলায় নিজেদের ভূমিকা নিয়ে গর্ববোধ করব। আমি আশা করি আমাদের পরবর্তী প্রজন্ম বলবে, আগের প্রজন্ম তাদের যথাযোগ্য পূর্বপুরুষদের মতোই দৃঢ়তা দেখিয়েছে।'
মহাবিপদের এই সময়ে শৃঙ্খলা বজায় রাখা এবং চিরায়িত হাসি-ঠাট্টার মধ্যে দিয়ে দুর্যোগপূর্ণ মুহূর্ত পাড়ি দেওয়া- এই ব্রিটিশ ঐতিহ্য ধরে রাখতে জনগণের প্রতি আহ্বান জানাবেন ৯৩ বছর বয়সী রানী এলিজাবেথ।