ট্রাম্পের জয় দাবি, যেতে চান সুপ্রিমকোর্টেও
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটচুরির চেষ্টা চলছে বলে হোয়াইট হাউজে দেওয়া এক ভাষণে অভিযোগ করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভোট গণনা শেষ হওয়ার আগে তিনি জয়লাভ করছেন দাবী করে জানান, তিনি সুপ্রিম কোর্টেও যাবেন। তবে তিনি কেন সুপ্রিম কোর্টে তা জানাননি।
তার পরিবার ও সমর্থকদের ধন্যবাদ দিয়ে তিনি বক্তৃতা শুরু করেন।
"আমরা বড় উদযাপনের প্রস্তুস্তি নিচ্ছিলাম, আমরা জিতে যাচ্ছিলাম।"
পেনিসিলভানিয়া অঙ্গরাজ্যে জয়লাভের পথে হাঁটছেন দাবী করেছেন তিনি, তবে এ রাজ্যটির বিজয়ী নির্ধারণে আরও সময় লাগবে।
পেনিসিলভানিয়া, উইসকনসিন, মিশিগান এবং জর্জিয়ার মতো 'ব্যাটলগ্রাউন্ড স্টেট'গুলোতে কে বিজয়ী হতে পারেন তা এখনো বলা যাচ্ছেনা। তবে বুথ ফেরত জরিপের ফলাফলে, ট্রাম্পের সম্ভাবনাই বেশি।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিও'র (এনপিআর) বুথ ফেরত জরিপের ফলাফল অনুযায়ী, মোট ৫৪০টি ইলেক্ট্রোরাল ভোটের মধ্যে এখন পর্যন্ত বাইডেনের ঝুড়িতে পড়েছে ২৩৮টি ভোট। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প জিতেছেন ২১৩টি ভোট। আর ৮৭টি ইলেক্টোরাল ভোটের ফলাফল ঘোষণা বাকী রয়েছে।