ট্রাম্প নির্বাচনে জিতেছে, বিশ্বাস করে মাত্র ৩ শতাংশ আমেরিকান: জরিপ
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বীতার পর ২৭৯টি ইলেক্টোরাল কলেজ ভোট নিয়ে জো বাইডেন বিজয়ী হলেও এখন পর্যন্ত চূড়ান্ত ও আনুষ্ঠানিক ফলাফল আসেনি। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেও এখনো তা মেনে নেননি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং কারচুপির অভিযোগ এনে ফের ভোট গণনার দাবিতে একের পর এক মামলা করেছেন তিনি।
নির্বাচনী ফলাফল নিয়ে এমন পরিস্থিতিতে যৌথভাবে একটি জরিপ চালিয়েছে যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স এবং গবেষণা প্রতিষ্ঠান ইপসস।
জরিপের ফলাফলে উঠে এসেছে, ৭৯ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিক বিশ্বাস করেন বাইডেনই হতে যাচ্ছেন হোয়াইট হাউজের পরবর্তী বাসিন্দা। ১৩ শতাংশ মনে করেন, নির্বাচনের ফলাফল এখনো নির্ধারিত হয় হয়নি আর মাত্র ৩ শতাংশ নাগরিক মনে করেন নির্বাচনে ট্রাম্পই জয়ী হয়েছে। জরিপকারীদের ৫ শতাংশ নাগরিক বলেছেন তারা এ বিষয়ে কিছু জানেন না।
রয়টার্স তাদের এক প্রতিবেদনে বলেছে, জরিপে অংশ নেওয়া রিপাবলিকান সমর্থকদের প্রতি ১০ জনের মধ্যে ৬ জনই বলেছেন, এ নির্বাচনে বাইডেন জিতেছেন। আর ডেমোক্র্যাট সমর্থকদের প্রতি ১০ জনের মধ্যে ১০ জনই মনে করেন বাইডেন জয়ী।
গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পরিচালিত হয়েছে এ জরিপ। এতে অংশ নিয়েছেন ১ হাজার ৩৬৩ জন।
রয়টার্স-ইপসসের ওই জরিপে দেখা গেছে, প্রায় ৭০ শতাংশ আমেরিকান নাগরিক বিশ্বাস করেন, স্থানীয় নির্বাচনী কর্মকর্তারা সুষ্ঠুভাবেই তাদের দায়িত্ব পালন করেছেন। এদের মধ্যে ৮৩ শতাংশ ডেমোক্র্যাট এবং ৫৯ শতাংশ রিপাবলিকান পার্টির সমর্থক।
জরিপে আরও দেখা যায়, যুক্তরাষ্ট্রের ৭২ শতাংশ মানুষ মনে করেন, নির্বাচনে পরাজিত প্রার্থীকে অবশ্যই ফলাফল মেনে নেয়া উচিত। ৬০ শতাংশ মনে করেন, ট্রাম্পের মেয়াদ শেষ হলে আগামী জানুয়ারিতে শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর হবে।