তরুণদের জন্য ওয়ারেন বাফেটের পরামর্শ
'পড়াশোনা করুন, আপনার আগ্রহের ক্ষেত্রেই কাজ করুন এবং আশেপাশের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করুন।'
ইউনিভার্সিটি অব নেব্রাস্কা-লিঙ্কনের গ্র্যাজুয়েশন প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের আচার্যের সাথে আলাপচারিতার সময় তরুণদের এই পরামর্শ দেন মার্কিন বহুজাগতিক প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেট নিজেও এই বিশ্ববিদ্যালয় থেকেই পড়াশোনার পাঠ চুকিয়েছিলেন।
গত শনিবারের এ অনুষ্ঠান থেকে ওয়ারেন বাফেটের ১১টি উক্তি তুলে ধরা হলো:
১. "আমি এবছরের শিক্ষার্থীদের বলতে চাই: আমি তাদের যে কারো সাথে স্থান পরিবর্তন করতে পারলে ভাগ্যবান বোধ করতাম। তারা হয়তো ভাবছে তাদের সামনের অনিশ্চিত জীবন অপেক্ষা করছে, তবে এর থেকে ভালো সময় আর হয়না।"
২. "আমি আমার অস্তিত্বের জন্যই ইউনিভার্সিটি অব নেব্রাস্কার কাছে ঋণী।" –দ্য ডেইলি নেব্রাস্কান-এ কাজ করার সময় এ বিশ্ববিদ্যালয়েই বাফেটের মা-বাবা লেয়লা ও হাওয়ার্ডের দেখা হয়েছিল।
৩. "আমি আমার জীবনে অনেক আকর্ষণীয় উপহার পেয়েছি, তবে এর থেকে অসাধারণ কিছু কখনো পাইনি।" – একবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাফেটের বাবা দ্য ডেইলি নেব্রাস্কানের সম্পাদক থাকাকালীন সেসময়ের প্রতিদিনের পত্রিকার মূলপাতা নিয়ে একটি ডায়েরি বানিয়ে বাফেটকে উপহার দিয়েছিল।
৪. "আপনারা এমন চাকরি খুঁজছেন, আপনাদের কাজ করার দরকার না হলে হয়তো সেসব জায়গায় আপনারা কখনো কাজই করতেন না। কোনো কিছুকেই চূড়ান্ত ধরে নিবেন না। কারণ, দিনশেষে এটি আপনার পছন্দের জায়গা নয়, আপনার অর্থের প্রয়োজন না হলে সে প্রতিষ্ঠানে কাজই করতেন না। কিন্তু তাও সকাল সকাল এ কাজের জন্যই আপনাকে বিছানা ছেড়ে উঠতে হয়।"
৫. "আমার পছন্দের ক্ষেত্রে কাজ করতে পেরে আমি ভাগ্যবান, এবং আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি এরচেয়ে অসাধারণ কিছু হয়না। পছন্দের বিষয়ে কাজ করলে তা আর শুধু কাজ থাকেনা, আপনি প্রতিদিন অধীর আগ্রহে অপেক্ষা করবেন এমন বিষয় হয়ে ওঠে। আপনি হয়তো শুরুতেই তা খুঁজে পাবেন না। কিন্তু অপেক্ষা করুন, সময় আসবে।"
৬. "যোগাযোগে দক্ষতা বৃদ্ধি করুন। ভালোভাবে লিখতে ও কথা বলতে জানতে হবে প্রথমেই। এটি জীবনের এমন এক সময় যখন প্রতিদিনই আপনিন নতুন কিছু জানবেন। আগেরদিনও ধারণা ছিলনা এমন অনেক কিছুই জানবেন প্রতিদিন, একারণের এটি জীবনের অনেক সুন্দর সময়।"
৭. "যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করতে পেরে আমি সৌভাগ্যবান। নেব্রাস্কায় জন্ম নেয়াও আমার জন্য ভাগ্যের বিষয়। আমার মা-বাবার মতো মানুষের সন্তান হিসেবে জন্মগ্রহণ করে এবং আমার শিক্ষার গ্রহণের সুবিধার জন্যও আমি ভাগ্যবান। তবে তার মানে এই নয় প্রতিটি দিন ভাল যায়, পৃথিবীর নিয়মই এমন নয়। কিন্তু চিন্তা করে দেখুন আপনিন অন্য কোনো দেশে জন্মগ্রহণ করেছেন। অথবা অন্য কোনো সময়ে। আমার মনেহয় তখন বিষয়টি এতো সহজ হতো না।'
৮. "পড়াশোনার চেয়ে উপরে কিছু নেই। অনুসন্ধানী মন থাকা জরুরি। আমাকে অনেকেই প্রশ্ন করে 'আপনি কখনো জীবিত বা মৃত কারো সাথে এক বেলা খাওয়ার সুযোগ পেলে, কাকে বেছে নিবেন?' সত্য কথা বলতে কি, আপনি বই পড়েই বেন ফ্রাঙ্কলিন বা বিশ্বের যে কোনো অসাধারণ ব্যক্তিত্বের সাথে সময় কাটানোর মতো অভিজ্ঞতা পাবেন।"
৯. "আমার পরিবারের একজন সদস্য বলেছিল আমি প্রকৃতপক্ষে একটি বই যার মানুষের মতো পা আছে।"
১০. "৯০ বছর বয়সে এসে আমি এমন অনেক মানুষ দেখেছি যারা অনেক ধনী হতে পেরেছিলেন কিন্তু তারা সফল ছিলেননা। আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা অনেক জনপ্রিয় ছিল কিন্তু সফল ছিলেন না। আমি এমন কাউকে দেখিনি, যারা জীবনের ৭০ বছর বয়সে পৌঁছানোর পরও তার আকাঙ্ক্ষিত সব মানুষ তাকে ভালোবাসতো।"
১১. "৬৫ বা ৭০ বছর বয়সেও আপনার সন্তান, জীবনসঙ্গী ও সহকর্মীরা আপনাকে ভালোবাসলে তখনই আপনি সফল। এ অর্জনের পরও নিজেকে সফল মনে করেনা আমি কখনো এমন কাউকে দেখিনি। আমি এমন অনেক মানুষকে দেখেছি যাদের হয়তো তাদের তুলনায় অনেক বেশি প্রতিভা,অর্থ ও জনপ্রিয়তা ছিল; কিন্তু মানুষের ভালোবাসা ছাড়া এসব একদমই ফাঁপা।"
- সূত্র: বিজনেস ইনসাইডার