তিন রাজ্যে ভোট পুনর্গণনার দাবিতে ট্রাম্পের মামলা
তিনটি রাজ্যে ভোট পুনর্গণনার দাবিতে মামলা করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের পক্ষ থেকে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিততে আর মাত্র ৬টি ইলেক্টোরাল ভোট দরকার বাইডেনের।
ভোট গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাবের অভিযোগ এনে জর্জিয়া, মিশিগান ও পেনসিলভানিয়ায় পুনর্গণনার দাবিতে এই মামলা করা হয়।
ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট গণনা কেন্দ্রে পরিদর্শকদের অবস্থানের দাবী জানানো হয়েছে। প্রচারণা শিবিরের জাস্টিন ক্লার্ক জানান, নির্বাচন শুরু হওয়ার তিনদিন পর্যন্ত পাওয়া ব্যালট গণনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
বুধবার সকাল পর্যন্ত পেনসিলভানিয়ায় ৬ লাখ ভোটে এগিয়ে ছিলেন ট্রাম্প। রাত ৮টা নাগাদ তার ভোট অনেকটাই কমে আসে। দেখা গেল ভোটের ব্যবধান ২ লাখেরও কম। এই রাজ্যটিতে এখনও ১১ শতাংশ ভোট গণনা বাকি আছে।
উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির কারণে ডাকযোগে ভোট দিয়েছেন অনেকেই। পেনসিলভানিয়ায় ডাকে পাঠানো ভোটের ৭১ শতাংশ গণনা হয়েছে। মোট ২৬ লক্ষ ভোটের মধ্যে এখনও ৭ লাখ ৬৩ হাজার ভোট গণনা বাকি আছে।
ট্রাম্পের প্রচারণা শিবির উইসকনসিন রাজ্যেও ভোট পুনর্গণনার দাবী জানিয়েছে। স্থানীয় সময় ভোর ৫টা নাগাদ গুরুত্বপূর্ণ নির্ধারণী রাজ্য উইসকনসিনে ট্রাম্পের চাইতে এগিয়ে যান বাইডেন। প্রদেশটির সবচেয়ে বড় শহর মিলওয়াকিতে এসময় ডাকের মাধ্যমে আসা ভোট গোণা শেষ হয়। তাতে বাইডেনের পক্ষে যায় ১,৭০,০০০ ভোট।
বাইডেন জানিয়েছেন, সকল রাজ্যেই ভোট গণনা চালিয়ে যেতে হবে। তিনি বলেন, 'কেউ আমাদের গণতন্ত্র কেড়ে নিতে পারবে না , এখনও না, ভবিষ্যতেও না।'
সুত্রঃ এপি