তৃতীয় পর্যায়ের ট্রায়াল অনুযায়ী ৭৭.৮% কার্যকর ভারত বায়োটেকের কোভ্যাক্সিন
তৃতীয় পর্যায়ের ট্রায়ালে কোভ্যাক্সিনের ৭৭.৮ শতাংশ কার্যকারিতার প্রমাণ মিলেছে। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটিকে এমন তথ্য দিয়েছে ভারত বায়োটেক।
গত সপ্তাহের শেষদিকে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ডিসিজিআই) কাছে ভারত বায়োটেকের করোনাভাইরাস টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালের তথ্য জমা দেওয়া হয়। সেই তথ্য পর্যালোচনার জন্য মঙ্গলবার বৈঠকে বসেছে বিশেষজ্ঞ কমিটি।
গত এপ্রিলে ভারত বায়োটেকের তরফে দাবি করা হয়, কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় অভ্যন্তরীণ ট্রায়ালে ৭৮ শতাংশ কার্যকারিতার প্রমাণ মিলেছে। মার্চে প্রথম অভ্যন্তরীণ ট্রায়ালে করোনা প্রতিরোধে কোভ্যাক্সিন ৮১ শতাংশ সক্ষম হয়েছে দাবি করেছিল ভারত বায়োটেক।
প্রথম এবং দ্বিতীয় অভ্যন্তরীণ ট্রায়ালে যথাক্রমে ৪৩ জন এবং ১২৭ জনের উপর পরীক্ষা চালানো হয়েছিল। ভারত বায়োটেকের তরফ থেকে দাবি করা হয়েছিল, দ্বিতীয় দফায় গুরুতর করোনা সংক্রমণের ক্ষেত্রে ১০০ শতাংশ কার্যকারিতা দেখা গিয়েছে। কমেছে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও। উপসর্গহীন রোগীদের ক্ষেত্রে কোভ্যাক্সিন ৭০ শতাংশ কার্যকারী বলে দাবি করা হয়েছিল।