দিল্লিতে লকডাউনের মেয়াদ বাড়ল ১ সপ্তাহ
দিল্লিতে আরও এক সপ্তাহ বাড়ল লকডাউন। রোববার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
মুখ্যমন্ত্রী বলেন, দিল্লিতে করোনাভাইরাস সংক্রমণের হার ২.৫ শতাংশে ঠেকেছে। গত ২৪ ঘণ্টায় ১,৬০০ জন নতুন আক্রান্তের খবর মিলেছে।
দিল্লিতে সংক্রমণের হার ক্রমশ বাড়তে থাকায় গত মাসের মাঝামাঝি সময় থেকে লকডাউন ঘোষণা করেন কেজরিওয়াল। সেই সময় সংক্রমণের হার ৩০ শতাংশের উপর ছিল। তারপর থেকে একাধিকবার লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। তাতে কিছুটা লাভ যে হয়েছে, তা সংক্রমণের হারেই স্পষ্ট।
কেজরিওয়াল বলেছেন, 'যদি করোনা আক্রান্তের সংখ্যা এভাবে কমতে থাকে, তাহলে ৩১ মে থেকে আমরা দিল্লিতে 'আনলক-পর্ব' শুরু করব।'
তিনি বলেন. 'যদি সবাইকে টিকা প্রদান করা হয়, তাহলে তৃতীয় ঢেউ আছড়ে নাও পড়তে পারে। আমরা যত দ্রুত সম্ভব সকলকে টিকা দেওয়ার চেষ্টা করছি। টিকা নিয়ে স্থানীয় এবং বিদেশি সংস্থাগুলোর সঙ্গে কথা বলছি।'