দিল্লির সহিংসতায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন সোনিয়া গান্ধী
দিল্লির সহিংসতায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ'র পদত্যাগের দাবি তুলেছেন কংগ্রেস পার্টির শীর্ষ নেতা সোনিয়া গান্ধী।
ব্যাপক সহিংসতায় দিল্লিতে ২০ জনের মৃত্যু ও অন্তত ১৯০ জন আহত হওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি দায়ী করেছেন কংগ্রেস প্রধান সোনিয়া। তিনি প্রশ্ন তুলেছেন, গত এক সপ্তাহ ধরে স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেন? এই সপ্তাহের শুরুতে তার ভূমিকা কী ছিল? খবর এনডিটিভির।
দেশটির রাজধানীর কংগ্রেস সদর দপ্তরে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে দেখেও আরও আগে কেন প্যারামিলিটারি ফোর্সকে তলব করা হয়নি?
সোনিয়া গান্ধী জোর দিয়ে বলেন, এই পরিস্থিতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুরো কেন্দ্রীয় সরকার দায়ী। কংগ্রেসের পক্ষে তিনি অমিত শাহ'র এখনই পদত্যাগ দাবী করেন।
এদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার রাতে দিল্লি পুলিশ প্রধান অমূল্য পট্টনায়েকের সঙ্গে আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এর আগে উত্তর-পূর্ব দিল্লির ডিসিপি বেদ প্রকাশ সূর্যের সীলামপুর দপ্তরে বৈঠক করেন তারা।
বুধবার সকালে উত্তপ্ত এলাকার রাস্তাঘাট জনশূন্য ও থমথমে দেখা গেছে। পুরো এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনী।