দীর্ঘদিন পর প্রকাশ্য রাজকর্মে ফিরলেন ব্রিটিশ রানি, তবে মাস্ক ছাড়াই
করোনাভাইরাস বাস্তবতায় ব্রিটেনে গত মার্চ মাসে লকডাউন জারি হওয়ার পর এই প্রথম রানি দ্বিতীয় এলিজাবেথ জনসমক্ষে এলেন। এক রাজকর্মে অংশ নিতে গত বৃহস্পতিবার বের হন তিনি। তবে ভাইরাসটি আবারও মাথা চাড়া দিয়ে ওঠলেও রানির মুখে কোনো মাস্ক ছিল না।
নাতি প্রিন্স উইলিয়ামকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চল পর্টন ডনে অবস্থিত ডিফেন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি ল্যাবরেটরি পরিদর্শনে যান ৯৪ বছর বয়সী রানি। এ সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখলেও তিনি ও তার সঙ্গীদের কেউই মাস্ক পরেননি।
অবশ্য 'অন্দরমহলগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন বলে এবং যেসব জায়গায় এমনসব মানুষের সঙ্গে আপনার দেখা হবে, যাদের সঙ্গে সচরাচর দেখা হয় না,' সেখানে মাস্ক পরার ব্যাপারে সবাইকে পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য সরকার।
এদিকে, বার্কিংহ্যাম প্যালেস জানিয়েছে, এদিন ব্যক্তিগত চিকিৎসক ও বিজ্ঞানীদের পরামর্শ নিয়েই মাস্ক না পরার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন রানি।
দেশজুড়ে লকডাউনের দিনগুলো স্বামী প্রিন্স ফিলিপের সঙ্গে উইন্ডসর ক্যাসেলে কাটিয়েছেন রানি। এ সময় রাজদায়িত্ব সামলিয়েছেন অনলাইনেই।
করোনাভাইরাস অবশ্য রাজপরিবারে ঢুকে পড়ে মার্চেই। সে সময় রানির বড় ছেলে ও ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের শরীরে শনাক্ত হয় ভাইরাসটি। ৭১ বছর বয়সী চার্লস তার সেলফ-আইসোলেশন কাটিয়েছিলেন স্কটল্যান্ডে।
- সূত্র: সিএনএন