বাতাস বিশুদ্ধ করবে বাস
বাসের কালো ধোয়া পরিবেশ দূষণের কারণ হিসেবেই আমাদের কাছে পরিচিত। রাস্তার পাশে দাঁড়িয়ে, জ্যামে অথবা বাসের ভেতরে বসেও আমাদের শুধুমাত্র এই দূষণের কারণেই ঢাকাবাসীর নিশ্বাস বন্ধ হয়ে যাবার অবস্থা হয়।
হতাশ হয়ে উপরের দিকে তাকালেও নীল আকাশ না দেখে আমরা দেখি ধোঁয়ায় ঘেরা ধূসর এক আকাশ। এইটাই আমাদের ঢাকা, একটি কালো ধোঁয়াময় "ওস্তাদ ডাইনে প্লাস্টিক" কিংবা "চালু নামেন" এর শহর।
কিন্তু এখন যদি বলি, এই বাস দিয়েই পরিবেশ থেকে দূষণ কমানো সম্ভব তাহলে কেমন চমক হবে?
ব্রিটেনের রাজপথে নামছে এই অভিনব বাস। এই বাস শুধু আপনাকে গন্তব্যের পৌঁছে দেবে না বরং বাতাসের থেকে দূষিত পদার্থগুলোও শুষে নেবে। খবর সিএনএনের।
ইতিমধ্যে দেশটির এগারোটি শহরে এই বাস নামানো হয়েছে। গো-অ্যাহেড গ্রুপ নামের কোম্পানিটি প্রাথমিকভাবে বাসগুলো নামিয়েছে ইংল্যান্ডের রাস্তায়। এবার আরও ছয়টি শহরে এই বাস নামানো হচ্ছে।
এই বিশেষ বাসগুলোর ছাদে ফিল্টার আছে, যা ধুলা ও ক্ষতিকর ক্ষুদ্র কণাগুলো শুষে নেয়।
পাল অ্যারোস্পেস নামের একটি কোম্পানির সঙ্গে যৌথভাবে ফিল্টার প্রযুক্তি উদ্ভাবন করেছে গো-অ্যাহেড গ্রুপ।
পাল অ্যারোস্পেস বাণিজ্যিক ও সামরিক বিমানের জন্য ফিল্টার ব্যবস্থা উদ্ভাবন করে থাকে। যুক্তরাজ্যে গত গ্রীষ্মে প্রথম এই বাসটি পরীক্ষামূলক কার্যক্রম শুরু করে।
সেসময় ওই একটি বাস ১০০ দিনে শহরের বাতাস থেকে ৩২ লাখ কিউবিক মিটার দূষিত পদার্থ শুষে নিতে সক্ষম হয়।
গো এহেডের প্রধান নির্বাহী ডেভিড ব্রাউন বলেন, আমাদের ফিল্টার প্রযুক্তি বাতাস থেকে দূষণ শুষে পরিবেশকে সাহায্য করার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
তিনি আশা করছেন এই প্রযুক্তির ব্যবহার করে বাসগুলো দূষণমুক্ত নগরী বাস্তবায়ন করতে পারবে।