নকল হাত লাগিয়ে করোনার টিকা ফাঁকি দেওয়ার চেষ্টা ইতালীয় ব্যক্তির
দেহে সিলিকনের নকল হাত লাগিয়ে এক ইতালীয় ব্যক্তি করোনার টিকা ফাঁকি দেওয়ার চেষ্টা করেছেন। শুক্রবার (৩ ডিসেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ জানায়, টিকাদানকারী নার্সকে বোকা বানিয়ে কোভিড-১৯ সার্টিফিকেট নিতে চেয়েছিলেন সেই ব্যক্তি।
৫০ বছর বয়সী এই ব্যক্তির বিরুদ্ধে উত্তরের শহর বিয়েলার পুলিশের কাছে রিপোর্ট করা হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর আলবার্তো সিরিও। সিলিকনের নকল হাতটির সাথে মানুষের ত্বকের 'খুব মিল' আছে বলে যোগ করেন তিনি।
"তবে, নকল হাতটির রঙ এবং স্পর্শের অনুভূতি স্বাস্থ্যকর্মীর মনে সন্দেহ জাগায়। ফলে তিনি ঐ ব্যক্তিকে তাকে পুরো হাত দেখাতে বলেন," সিরিও বলছিলেন।
তার একটি ফেসবুক পোস্টে তিনি বলেন, "একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে জড়িত না থাকলে ঘটনাটি হাস্যকর হতো।"
এদিকে আনসা নিউজ এজেন্সি জানিয়েছে, নাম প্রকাশ না করা ব্যক্তিটি নিজেও একজন স্বাস্থ্যকর্মী ছিলেন। করোনার টিকা দিতে না চাওয়ায় চাকরি থেকে বরখাস্ত করা হয় তাকে।
ইতালিতে সকল স্বাস্থ্যকর্মীর জন্য টিকা বাধ্যতামূলক।
- সূত্র- রয়টার্স