পরমাণু চুক্তি ভঙ্গ করে ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণা ইরানের
২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির শর্ত ভঙ্গ করে ইউরেনিয়ামের ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধের ঘোষণা দিয়েছে ইরান। ইতোপূর্বেও এমন সিদ্ধান্ত নেয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছিল ইরান।
জাতিসংঘের পারমাণবিক শক্তি সংক্রান্ত বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) পাথান এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ইরান।
পারমাণবিক চুক্তির শর্ত অনুযায়ী ইরান ৩.৬৭ শতাংশের বেশি বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না। ইরানের কোম শহরে পাহাড়ের পাদদেশে অবস্থিত ফর্দো নিউক্লিয়ার প্ল্যান্টে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সংক্রান্ত কার্যক্রম কার্যক্রমও চালানোর নিষেধাজ্ঞা আছে চুক্তির শর্তে।
২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে দাঁড়ানোর পরই সেসময় চুক্তির শর্ত লঙ্ঘন করে ইরান। সেসময় ইউরেনিয়াম ৪.৫ শতাংশ সমৃদ্ধ করে। ২০১৫ সালে এ চুক্তি স্বাক্ষরের পর থেকে ইরানের ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরন-ই এপর্যন্ত সর্বোচ্চ। পারমাণবিক বোমা বানানোর জন্য ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রয়োজন।
ইরানের শীর্ষস্থানীয় পরমাণুবিজ্ঞানী মহসেন ফখরিজাদেহের হত্যার পর ইরানের পার্লামেন্টে ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিল পাস হয়। এরই সূত্র ধরে এ ঘোষণা আসে। পরমাণুবিজ্ঞানীর হত্যার জন্য ইজরায়েলকে দায়ী করেছিল ইরান।
ইরানের পারমাণবিক শক্তি সংস্থা (এইওআই) ইরানের পাঠানো চিঠির ব্যাপারে এক বিবৃতিতে জানিয়েছে, 'ইরানের পার্লামেন্টে পাস হওয়া আইন অনুযায়ী, স্বল্প সমৃদ্ধ ইউরেনিয়ামের ঘনত্ব বাড়িয়ে ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে ইরানের ফর্দো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্টে।'
ফেব্রুয়ারির মধ্যে ইরানের ওপর থেকে তেল ও আর্থিক খাতের নিষেধাজ্ঞা তুলে না নিলে ইরানের নতুন এ আইনানুযায়ী জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এক বিবৃতিতে জানিয়েছে, 'বর্তমানে ইরানে আইএইএ'র পরিদর্শকদের সার্বক্ষণিক প্রবেশের অধিকার আছে। নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে সাধারণ পরিচালক রাফায়েল মারিনো গ্রসি যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে সদস্য দেশগুলোকে জানাবেন। ইরান এ সিদ্ধান্ত নেয়ার পর যেভাবে জানানো হয়েছে, নতুন কিছু জানতে পারলেও একইভাবে জানানো হবে।'
ইরানের পরমাণু চুক্তি লঙ্ঘনের বিষয়টি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ইরান চুক্তির শর্ত মেনে চলে চুক্তিতে পুণরায় ফিরে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন জো বাইডেন।
- সূত্র: এনপিআর