পরীক্ষা বন্ধ করলেই কমবে করোনার সংক্রমণ: ডোনাল্ড ট্রাম্প
নিজ দেশে করোনাভাইরাসের মহামারি আকারের সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হলেও, বেফাঁস কথা বলার স্বভাব ছাড়তে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি মন্তব্য করেছেন যে, সংক্রমিতদের শনাক্তে করোনা টেস্টের পরিমাণ কমালেই নাকি যুক্তরাষ্ট্রে সংক্রমণ কমবে।
বরাবরের মতোই ট্রাম্পের সাম্পতিক দাবির পেছনে যুক্তি স্পষ্ট নয়। তবে গতকাল সোমবার বয়োজ্যেষ্ঠ মার্কিন নাগরিকদের সহযোগিতা বিষয়ক এক সভায় অংশ নেওয়ার আগে তিনি এমন কথাই বলেছেন। খবর বিজনেস ইনসাইডারের।
ডোনাল্ড ট্রাম্প বলেন, 'এখনই পরীক্ষা বন্ধ করলে আমরা দেখতে পাব প্রকৃতপক্ষে খুবই কম মানুষ করোনা সংক্রমিত হচ্ছেন।'
এদিন সকালে সামাজিক গণমাধ্যম টুইটারে প্রকাশ বার্তায় তিনি করোনা পরীক্ষাকে 'দ্বিধারি তলোয়ার' বলে উল্লেখ করেছেন। যা একদিকে ভালো করছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করছে।
ট্রাম্পের এমন মন্তব্য ঘিরে টুইটারে তীব্র প্রতিবাদ ও বিদ্রূপের ঝড় তুলেছেন বহু মার্কিন নাগরিক।
অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও করোনাভাইরাস শনাক্ত গণ-পরীক্ষার বিরোধিতা করে বক্তব্য দিয়েছেন ট্রাম্প।
এর আগে গত মাসে আইওয়ার গভর্নর কিম রোনাল্ডের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প মার্কিন গণমাধ্যমের সমালোচনা করে বলেন,'আমাদের দেশে নাকি সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে বেশিরভাগ সংবাদ মাধ্যমের এটাই অভিযোগ। অথচ গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট করা হয়েছে বলেই আমাদের দেশে রোগীর সংখ্যাও বেশি। তাই বলা যায়, ব্যাপক পরীক্ষার মাধ্যমে আমরা যুক্তরাষ্ট্রের অবস্থা যে খুব খারাপ বিশ্বকে এমন বার্তা দিচ্ছি।'
এদিকে ট্রাম্প এমন সময় এসব কথা বলেছেন যখন যুক্তরাষ্ট্রে গণ-পরীক্ষার কল্যাণে কোভিড-১৯ সংক্রমণ ও এতে মৃত্যুর ঘটনা অনেক কমে এসেছে। ইতোপূর্বে দৈনিক হাজার হাজার মানুষ মারা গেলেও, এখন তা শত শত মৃত্যু ঘটছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সোমবার নাগাদ যুক্তরাষ্ট্রে এক লাখ ১৬ হাজার ব্যক্তির প্রাণহানি হয়েছে। আর সংক্রমিতের সংখ্যা উন্নীত হয়েছে ২১ লাখে।