পুরোপুরি উঠে যাচ্ছে যুক্তরাজ্যের ভ্রমণ নিষেধাজ্ঞা
যুক্তরাজ্যের 'রেড লিস্ট' এ থাকা বাকি সাতটি দেশের ওপর থেকেও কোভিডকালীন ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। আগামী সোমবার থেকেই এ নির্দেশনা কার্যকর করা হবে।
এ সাতটি দেশ হলো ইকুয়েডর, ডমিনিকান রিপাবলিক, কলম্বিয়া, পেরু, পানামা, হাইতি এবং ভেনিজুয়েলা। এসব দেশ থেকে আগত টিকার পূর্ণ ডোজ নেওয়া ব্যক্তিদের যুক্তরাজ্যে পৌঁছে এমনকি কোন হোটেল কোয়ারেন্টিনেরও প্রয়োজন হবেনা।
তবে করোনা সংক্রমণ বেড়ে গেলে আবারও রেড লিস্টে বিভিন্ন দেশের নাম যুক্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। পাশাপাশি প্রতি তিন সপ্তাহ অন্তর রেড লিস্ট পর্যবেক্ষণ করে দেখা হবে।
যুক্তরাজ্যের পরিবহন বিভাগ এই নতুন ঘোষণার কথা জানিয়েছে; এটি যুক্তরাজ্যের চারটি দেশেই আগত যাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য।
ট্রান্সপোর্ট সেক্রেটারি গ্রান্ট শ্যাপস বলেন, "এটি পর্যটন এবং এ খাতের সাথে সংশ্লিষ্ট সকলের জন্যই অত্যন্ত উৎসাহব্যঞ্জক একটি খবর"।
"যুক্তরাজ্যে কোভিডের যে ধরনগুলো শনাক্ত হচ্ছে, তা আর প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে উদ্বেগের নয় বলেই আমরা এতদিন পর এ সিদ্ধান্তে আসতে সক্ষম হয়েছি।"
এছাড়াও যুক্তরাজ্য যেসব দেশ ও অঞ্চলের কোভিড ভ্যাকসিনেশনকে স্বীকৃতি দিয়েছে, সে তালিকাও বর্ধিত করা হচ্ছে; এখন মোট ১৩৫টির বেশি দেশ এ তালিকায় যুক্ত হবে। এটিও সোমবার থেকে কার্যকর হবে।
ইংল্যান্ডে আগত যাত্রীদের জন্য পরিবহন বিভাগের এই প্রাথমিক ঘোষণার পর স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডও নিশ্চিত করেছে যে, তারা এই নতুন নির্দেশনা গ্রহণ করবে।
এই মাসের শুরুতেই যুক্তরাজ্য তাদের ভ্রমণ নিষেধাজ্ঞার জন্য তৈরীকৃত রেড লিস্ট অনেকখানি ছেঁটে ফেলে। ফলে পর্যটনের জন্য নতুন এই নির্দেশনা একটি প্রতীকী পদক্ষেপ হলেও আদতে যুক্তরাজ্যে আসা ফ্লাইটের সংখ্যায় এটি তেমন প্রভাব ফেলবে না।
আপনি বিশ্বের যেখান থেকেই ভ্রমণ করে থাকেন, আপনার যদি টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া থাকে, তাহলে এ বছর প্রথমবারের মতো যুক্তরাজ্যে এসে আপনাকে কোনরূপ কোয়ারেন্টিন বিধির মধ্য দিয়ে যেতে হবে না।
ইইউভুক্ত দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং হংকং থেকে আগত যাত্রীদের পৌঁছে কেবলমাত্র একটি ল্যাটারাল ফ্লো টেস্ট করাতে হবে।
তবে ১৮ বছরের ঊর্ধ্বে যারা সম্পূর্ণ ডোজ টিকা পাননি, বা যুক্তরাজ্যের অনুমোদিত ভ্যাকসিনেশন লিস্টে নেই এমন একটি দেশ থেকে আসছেন, তাদের যুক্তরাজ্যে আসার পর ১০ দিনের জন্য বাড়িতে সেলফ-আইসোলেশনে থাকতে হবে। এছাড়াও যুক্তরাজ্যে ভ্রমণের আগে অন্তত তিনদিনের মধ্যে এবং পৌঁছানোর পরেও নিজ খরচে পিসিআর বা ল্যাটারাল ফ্লো টেস্ট করাতে হবে।
- সূত্র- বিবিসি