ফরমাশ অনুযায়ী গাড়ি তৈরি করে দিবে রোলস-রয়েস
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/06/02/210526141023-restricted-02-rolls-royce-boat-tail-exlarge-169.jpg)
গ্রাহকদের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী গাড়ি তৈরি করে দিবে ব্রিটিশ বিলাসবহুল গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান রোলস রয়েস।
বেন্টলি এবং পোরশের মতো ব্যয়বহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো আগে থেকেই গ্রাহকদের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী ব্যয়বহুল 'কাস্টমাইজড' গাড়ি নির্মাণ করে থাকে। সীমিত সংখ্যক ধনী ক্রেতাদের চাহিদা মতো গাড়ি তৈরি করে দেয় ফক্সওয়াগেন গ্রুপের অধীনস্ত প্রতিষ্ঠান দুটো। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে বিএমডব্লিউ'র রোলস রয়েসের নাম।
গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি রোলস-রয়েস কোচবিল্ড নামে নতুন এক প্রকল্প উন্মোচন করে। কোচবিল্ড বিভাগ এখন থেকে গ্রাহকদের ব্যক্তিগত ফরমাশ অনুযায়ী নকশা তৈরিতে সাহায্য করা থেকে শুরু করে গাড়ি নির্মাণ করে দিবে।
রোলস-রয়েস নির্বাহীরা জানান, তারা কয়েক বছর অন্তর এরকম মাত্র একটি গাড়িই নির্মাণ করবে। তবে, তা নির্মাণে খরচ কত পড়বে সে বিষয়ে প্রতিষ্ঠানটি খোলাসা না করলেও ধারণা করা যায়, প্রতিটি গাড়ির মূল্য কয়েক মিলিয়ন ডলারের কম হবে না।
রোলস-রয়েসের সিইও টোরসটেন মুলার-অটভোস বলেন, "রোলস-রয়েস কোচবিল্ড গ্রাহকরা গাড়ি নির্মাণের সৃজনশীল ও প্রকৌশল প্রক্রিয়ার প্রতিটি ধাপের সাথে ঘনিষ্ঠ ও ব্যক্তিগতভাবে সম্পৃক্ত থাকবেন।"
বিলাসবহুল পিকনিক ঝুড়ি
নতুন কোচবিল্ড বিভাগের উদ্বোধনীতে বোট টেইল নামের নতুন মডেলের গাড়ি উন্মোচন করে রোলস-রয়েস। প্রতিষ্ঠানটি মাত্র তিনটি বোট টেইল গাড়ি নির্মাণ করেছে।
তিনজন ভিন্ন ক্রেতার ফরমাশে গাড়িগুলো প্রস্তুত করা হয়েছে। তবে, এরকম নৌযান ধাঁচের গাড়ির প্রতি আগ্রহী ক্রেতাদের নাম প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
রোলস-রয়েস গাড়িটির মূল্য প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে প্রতিটি গাড়ির দাম ২৫ মিলিয়ন ডলার বা প্রায় ২১২ কোটি টাকা।
১৯২০ এবং ৩০ এর দশকের গাড়ির মডেলের আদলে তৈরি করা হয়েছে বোট টেইল। সে সময় বিলাসবহুল গাড়ির প্রান্তদেশ সরু হয়ে নৌকার মতো আকৃতি ধারণ করত।
৫০ এর দশকে গাড়িতে পাখনার আদলে নকশা নির্মাণ শুরু হয়। গাড়ির গতি এবং বিমানের সাথে সাদৃশ্য বোঝাতে এই গঠন ব্যবহৃত হত। তেমনি বোট টেইল আকৃতির গাড়িগুলোও গতি এবং বাতাস ভেদ করে ছোটার চিহ্ন বহন করে। সে যুগের নৌকাগুলোর অনুকরণ করতে গাড়িগুলো প্রায়ই কাঠের তক্তা দিয়ে সজ্জিত করা হত।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2021/06/02/210526141153-restricted-03-rolls-royce-boat-tail-exlarge-169.jpg)
বোট টেইলের ছাদগুলো চাইলে সম্পূর্ণভাবে আলাদা করে ফেলা যায়। এর ফলে গাড়ির পেছনের অংশের জায়গা বৃদ্ধি পায়। চাইলে গাড়িটি পরিণত হবে বিলাসবহুল এক পিকনিক ঝুড়িতে।
গাড়ির পাশে দুটো লিড খুললেই ভেতরের কমপার্টমেন্টে ককটেল টেবিলসহ ছাতার ব্যবস্থা আছে। ফলে অনাসায়েই গাড়িটিকে পিকনিক স্পটে পরিণত করা যাবে।
ফিরে এলো ফরমাশ অনুযায়ী গাড়ির নকশা
অটোমোবাইলের শুরুর দিনগুলোতে ক্রেতারা রোলস-রয়েস, ডুয়েজেনবার্গ প্রভৃতি গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ইঞ্জিনসহ গাড়ির বিভিন্ন মেকানিকাল যন্ত্রাংশ নিতেন। অন্যদিকে, গাড়ির অবয়ব নকশা ও নির্মাণের কাজ করত বিশেষায়িত কোচবিল্ডিং বিভিন্ন প্রতিষ্ঠান।
রোলস-রয়েস এর আগেও বেশ কিছু পূর্ণাঙ্গ কাস্টমাইজড গাড়ি নির্মাণ করেছে। প্রতিষ্ঠানটি নির্দিষ্ট গ্রাহকের জন্য একটিমাত্র বিশেষায়িত গাড়ি নির্মাণ করলেও তা এখন কয়েক দশক আগের ইতিহাসে পরিণত হয়েছে।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2021/06/02/210526140904-restricted-01-rolls-royce-boat-tail-exlarge-169.jpg)
তবে, রোলস-রয়েস সাধারণত গ্রাহকের চাহিদা অনুযায়ী রঙ করে দেওয়া ছাড়াও গাড়িতে বিভিন্ন বিশেষায়িত ফিচার যোগ করে থাকে।
২০১৭ সালে প্রতিষ্ঠানটি সোয়েপটেইল নামের নতুন মডেলের একটি গাড়ি উন্মোচন করে। ধনী এক গ্রাহকের ফরমাশে গাড়িটি তৈরি করলেও তারা গ্রাহকের নাম প্রকাশ করেনি। ধারণা করা হয়, গাড়িটির মূল্য ছিল প্রায় ১৩ মিলিয়ন ডলার।
সোয়েপটেইল সামনে আসার পর অন্যান্য গ্রাহকরাও রোলস-রয়েসের কাছে নিজের ফরমাশ অনুযায়ী গাড়ি নির্মাণের বিষয়ে আগ্রহ প্রকাশ করে।
- ছবি-সিএনএন বিজনেস