ফের হোয়াইট হাউজের মসনদে বসতে যাচ্ছেন ট্রাম্প?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এবং রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াইয়ের শুরুতে বাইডেন এগিয়ে থাকলেও ব্যবধান কমাতে শুরু করেছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিও'র (এনপিআর) বুথ ফেরত জরিপের ফলাফল অনুযায়ী, মোট ৫৪০টি ইলেক্ট্রোরাল ভোটের মধ্যে এখন পর্যন্ত বাইডেনের ঝুড়িতে পড়েছে ২২৩টি ভোট। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প জিতেছেন ২১২টি ভোট। আর ১০১ একটি ইলেক্টোরাল ভোটের ফলাফল ঘোষণা বাকী রয়েছে। মাত্র একঘন্টা আগের ফলাফলেও বাইডেন ট্রাম্পের চেয়ে ১০০'র ও বেশি ভোটে এগিয়ে ছিলেন।
এনপিআর এর তথ্য অনুযায়ী, পেনসিলভানিয়া, মিশিগান, নর্থ ক্যারোলাইনা, উইসকিনসন, জর্জিয়া এবং নেব্রাস্কা অঙ্গরাজ্যে ট্রাম্পের জয়ের আভাস মিলেছে।
এরমধ্যে পেনসিলভানিয়ায় ২০টি ইলেকট্রলার ভোট, জর্জিয়ায় ১৬ ভোট, মিশিগানে ১৬ ভোট, নর্থ ক্যারোলাইনায় ১৫ ভোট এবং উইসকনসিনে ১০ টি ইলেক্ট্রোরাল ভোট রয়েছে। এই আসনগুলো জিতলে প্রেসিডেন্ট পদে ফের বসতে পারবেন ট্রাম্প।