বঙ্গবন্ধুর নামে সড়ক হবে ফিলিস্তিনে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হেবরনে একটি সড়কের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিন।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালিক আজারবাইজানের বাকু কংগ্রেস সেন্টারে ন্যাম সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে এ তথ্য জানিয়েছেন।
তিনি শেখ হাসিনাকে সড়কের নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করারও আমন্ত্রণ জানান।
সাক্ষাৎ শেষে পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।
দুই দেশের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে শেখ হাসিনার প্রতি আহ্বান রাখেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনিদের বিষয়টি জোরালোভাবে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন।