বড় সংবাদ মাধ্যমের ওয়েবসাইটগুলো প্রাণ ফিরে পেয়েছে
আজ মঙ্গলবার (৮জুন) বিশ্বজুড়ে হাজার হাজার সরকারি ওয়েবসাইট এক ঘন্টার বেশি সময় বন্ধ ছিল। বাদ পড়েনি বড় বড় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমের সাইটও। তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারী কোম্পানি- ফাস্টলি ইঙ্ক সমস্যা চিহ্নিত করে এ 'আউটেজ' বা সংযোগ বিচ্ছিন্নতা সম্পর্কিত ত্রুটি মেরামতের উদ্যোগ নেওয়ায় সেগুলো আবার সচল হয়েছে।
ইতঃপূর্বে, সমস্যাটির কারণে বিশ্বব্যাপী নেটিজেনদের আনাগোনা বেশি বা উচ্চ ট্র্যাফিকের সাইট; রেডিট, অ্যামাজন, সিএনএন, পে-পাল, স্পটিফাই, আল জাজিরা নিউজ নেটওয়ার্ক ও দ্য নিউ ইয়র্ক টাইমস ব্যবহারযোগ্য ছিল না বলে জানা যায় 'আউটেজ' পর্যবেক্ষণকারী সাইট ডাউনডিটেক্টর ডটকম সূত্রে। তবে ফাস্টলির দ্রুত পদক্ষেপের কারণে কিছু কিছু সাইট কয়েক মিনিট ও অন্যগুলো প্রায় একঘণ্টা পর সচল হওয়া শুরু করে।
বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত ক্লাউড নির্ভর কন্টেট ডেলিভারি নেটওয়ার্কটিই হলো ফাস্টলি'র। কোম্পানিটি জানায়, মূল ত্রুটি চিহ্নিত করে তার একটি সমাধান প্রয়োগ করা হয়েছে। তবে আমাদের বৈশ্বিক সেবা পূর্ণগতিতে সচল হওয়ার আগে গ্রাহক সাইটগুলোর অরিজিন লোডে কিছুটা বেশি সময় লাগতে পারে।"
২০১৯ সালে মার্কিন পুঁজিবাজারে নিবন্ধিত হয় ফাস্টলি। কোম্পানির বর্তমান বাজার মূল্যায়ন পাঁচশ কোটি ডলারের বেশি। তবে একই রকমের ক্লাউড সেবা খাতের মার্কিন জায়ান্ট অ্যামাজন এডব্লিউএসের তুলনায় তাদের মূল্যায়ন অনেক কম।
ক্লাইড কম্পিউটিং সেবা গ্রাহক সাইটগুলোর কন্টেট দ্রুত গতিতে চালিত করতে সহায়তা করে, ফলে এসব সাইটও দ্রুত তাদের নিজস্ব ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে পারে।
এর আগে সমস্যা চলাকালে যুক্তরাজ্যের অ্যাটর্নি জেনারেল নিজ দেশের প্রধান সরকারি ওয়েবসাইট গভ ডটইউকে বন্ধ থাকার কথা জানিয়ে, জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য একটি ইমেইল অ্যাড্রেস টুইটারে পোস্ট করেন।
প্রভাবশালী গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে বলেছে, এর ফলে ব্রিটিশ নাগরিকরা কোভিড-১৯ ভ্যাকসিন বুকিং দেওয়া বা টেস্টের ফলাফল পাওয়া নিয়ে সমস্যার মধ্যে পড়েন।
এব্যাপারে ফাস্টলির ওয়েবসাইটে বলা হয়, তাদের কাভারেজের নানা অংশের পারফরম্যান্স নিম্ন মানে নেমে আসে। ফলে বেশকিছু ওয়েবসাইটে প্রবেশের চেষ্টাকালে ব্যবহারকারীরা সাইটের ত্রুটির বার্তা পান।
তখন ফিন্যান্সিয়াল টাইমস, সিএনএন, বিবিসি, দ্য গার্ডিয়ান ও ব্লুমবার্গ নিউজসহ অনেক গণমাধ্যমের ওয়েবসাইট অচল হয়ে পড়ে। এ অবস্থার মধ্যেই বিশ্বব্যাপী বিশাল এই আউটেজ সম্পর্কে খবর প্রকাশে নানান উদ্ভাবনী কৌশলের আশ্রয় নেন প্রকাশকরা।
জনপ্রিয় টেক রিপোর্টিং সাইট- দ্য ভার্জ গুগল ডক্সের সাহায্যে আউটেজের সংবাদ পরিবেশন করে। অন্যদিকে, গার্ডিয়ানের প্রযুক্তি বিষয়ক সম্পাদক টুইটারে একটি থ্রেড খুলে সমস্যাটির নানাদিক নিয়ে রিপোর্ট করেন।
- সূত্র: রয়টার্স