বাইডেন ইরান চুক্তিতে ফিরলে রক্তক্ষয়ী সংঘাত বেঁধে যাবে, মন্তব্য ইসরায়েলি মন্ত্রীর
ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে ফিরতে চান ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তবে এমনটা করা হলে; ইরানের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাত বেঁধে যাওয়ার ব্যাপারে সতর্ক করেছেন ইসরায়েলের এক মন্ত্রী।
মার্কিন নির্বাচনের ভোট গণনা চলাকালে যখন বাইডেনের বিজয় প্রায় নিশ্চিত অনুমান করা হচ্ছে, ঠিক সেই সময় তিনি একথা বলেছেন।
আজ শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় দৈনিক দ্য জেরুজালেম পোস্ট দেশটির বসতি স্থাপন বিষয়ক মন্ত্রী তাজাচি হানেগবির এই বক্তব্য সম্পর্কে জানায়।
তিনি বলেন, ''ইরানের সঙ্গে ওবামা আমলের স্বাক্ষরিত পরমাণু চুক্তিতে ফেরার ব্যাপারে অনেকদিন থেকেই বাইডেন আগ্রহ প্রকাশ করে আসছেন।
কিন্তু, বেশিরভাগ ইসরায়েলি নাগরিক এবং আমাদের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতিনিয়াহু ২০১৫ সালে চুক্তিটিকে একটি ভুল সিদ্ধান্ত বলে মনে করেন। তবে এটি শুধু ভুল বললে কম বলা হয়। বরং ইসরায়েলের জাতীয় স্বার্থের জন্যও মারাত্মক বিপজ্জনক। আমরা ইরানকে গণ-বিদ্ধংসী অস্ত্র তৈরির কোনো সুযোগ দিতে চাই না।''
'বাইডেন যদি সত্যিই চুক্তিটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেন, তাহলে ইরান এবং ইসরায়েল রক্তক্ষয়ী সংঘাতে জড়াবে,' বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন হানেগবি। খবর আরব নিউজের।
তবে ইহুদীবাদী রাষ্ট্রটির আরেক মন্ত্রী অবশ্য তার সঙ্গে দ্বিমত পোষণ করেন।
দেশটির সংসদ নেসেটের পররাষ্ট্র সম্পর্ক এবং প্রতিরক্ষা বিষয়ক কমিটির চেয়ারম্যান জাভি হুয়াসার বলেছেন, ওবামা আমলে তিনি যখন ভাইস- প্রেসিডেন্ট ছিলেন তখন থেকেই ইসরায়েল সম্পর্কে তার আন্তরিক মনোভাব সম্পর্কে আমি ভালো করেই জানি। বাইডেন ইসরায়েলের একজন 'প্রকৃত বন্ধু'।
বাইডেন যদি ইরানের সঙ্গে চুক্তি করেন, তাহলেও সেখানে ইসরায়েলের লাভ হবে- এমন শর্ত যোগ করবেন, বলে তিনি উল্লেখ করেন।